Sleeping without pillow health benefits: ঘুমের অভাব থেকে ভুলো মন? আজই বালিশ ছাড়ুন! নিমেষে মিলবে প্রচুর উপকার
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
বালিশ নিয়ে নানা মুনির নানা মত। আমাদের সকলেরই একটা আলাদা দুর্বলতা থাকে নিজের বালিশের উপর। নিজের বালিশ ছাড়া তো অনেকের রাতে ঘুমই আসে না।
advertisement
1/7

বালিশ নিয়ে নানা মুনির নানা মত। আমাদের সকলেরই একটা আলাদা দুর্বলতা থাকে নিজের বালিশের উপর। নিজের বালিশ ছাড়া তো অনেকের রাতে ঘুমই আসে না।
advertisement
2/7
তবে, চিকিৎসকদের কথায়, মাথার নিচে বালিশ গুঁজে শোয়ার অভ্যাস স্বাস্থ্যকর নয়। মাথায় বালিশ না দিলে বহু সমস্যার সঙ্গে মোকাবিলা করা যাবে।
advertisement
3/7
১. বালিশে মাথা দিয়ে শোয়ার ফলে গালের যে দিকটা বেশির ভাগ সময় বালিশের সঙ্গে লেগে থাকে সেখানেই ব্রণ দেখা যায়। কারণ হল রক্তচাপ ও বালিশে থাকা অবাঞ্ছিত ব্যাকটেরিয়া।
advertisement
4/7
২.বালিশ ব্যবহারের জন্য সবচেয়ে বেশি প্রভাব পড়ে আপনার শিরদাঁড়ায়। যারা শিরদাঁড়ার ব্যাথায় কাবু তারা বালিশ ছেড়ে দিলেই এর সুফল অনুভব করতে পারবেন কিছুদিনেই।
advertisement
5/7
৩. বালিশ মাথায় দিলেই ঘুম ভাল হয়, এই ধারণা কিন্তু সঠিক নয়। শক্ত বালিশও সমস্যার সৃষ্টি করে কখনও। নানান সূক্ষ চিন্তা ঘুমকে গভীরতায় ঢুকতে দেয় না।
advertisement
6/7
৪. স্ট্রেস প্রতিরোধে কোন দিকে মাথা ফিরে শুতে পারলে স্ট্রেস কমবে, সে নিয়ে বিশদ আলোচনা চলে। ফলে ওই রকম চিন্তাও নতুন করে স্ট্রেসের জন্ম দেয়।
advertisement
7/7
৫. স্মৃতিশক্তি: যতক্ষণ জেগে আছি ততক্ষণও এদিক-ওদিক দৌড়াচ্ছে মাথা। ফলে ঘুমের মধ্যে তাকে একশো শতাংশ বিশ্রাম দেওয়াই উচিত। কিন্তু বালিশের বোঝা তাকে বয়ে নিয়ে যেতে হয়- এই রে মাথাটা বালিশ থেকে পড়ে যা্চ্ছে না তো? এই চিন্তা অবচেতন মনে কাজ করতে থাকে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sleeping without pillow health benefits: ঘুমের অভাব থেকে ভুলো মন? আজই বালিশ ছাড়ুন! নিমেষে মিলবে প্রচুর উপকার