TRENDING:

'আকাশ' কেন 'নীল' হয় বলুন তো...? বেশিরভাগই জানেন 'ভুল'! সঠিক 'উত্তর' শুনলেই চমকাবেন!

Last Updated:
Sky: সূর্যের রশ্মি সাদা। মেঘগুলোও সাদা। কিন্তু যখনই আমরা পৃথিবী থেকে আকাশের দিকে তাকাই, তখন আকাশের রঙ নীল বা নীলাভ দেখায়। আচ্ছা আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন শুধু এই নীল রঙেরই হয় আকাশ?
advertisement
1/15
'আকাশ' কেন 'নীল' হয় বলুন তো...? বেশিরভাগই জানেন 'ভুল'! সঠিক 'উত্তর' শুনলেই চমকাবেন!
সূর্যের রশ্মি সাদা। মেঘগুলোও সাদা। কিন্তু যখনই আমরা পৃথিবী থেকে আকাশের দিকে তাকাই, তখন আকাশের রঙ নীল বা নীলাভ দেখায়। আচ্ছা আপনি কি কখনও ভেবে দেখেছেন কেন শুধু এই নীল রঙেরই হয় আকাশ?
advertisement
2/15
সাধারণ জ্ঞান যেমন আমাদের দেশ বিদেশের নানা তাজ্জব করা তথ্যের যোগান দেয়, তেমনই আবার এই সাধারণ জ্ঞানের ভাণ্ডারেই লুকিয়ে আছে এমন সব রহস্য যা প্রকৃতির সাধারণ আর খুবই চেনা ঘটনাকেও নতুন করে চেনায়।
advertisement
3/15
আজ এমনই একটি বিস্ময়ের রহস্য খুঁজে বার করা যাক এই প্রতিবেদনে। আমরা ঘরের জানালা দিয়ে বাইরে তাকালেই যে জিনিসটি সবার আগে চোখে পরে তা হল আকাশ। আর এই আকাশ মানেই তো সেই 'নীলে নীলে অম্বর'!
advertisement
4/15
আচ্ছা বলুন তো আকাশের রং কী? আমাদের যে কেউ জিজ্ঞাসা করলেই আমরা চোখ বুঝে বলে দেব আকাশের রং নীল। কিন্তু এই রং নীলই বা কেন বলুন তো? হলুদ, সবুজ বা সাদা না হয়ে কেন আকাশ নীল হল? আপনি কি জানেন সঠিক উত্তর?
advertisement
5/15
আসলে আমাদের চারপাশে অনেক কিছুই আছে যেগুলি সরাসরি বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত। অথচ আমরা সেটা খেয়াল রাখি না। আসলে পৃথিবীর অনেক রহস্যেরই উত্তর রয়েছে এই বিজ্ঞানে। তবে, অনেক ক্ষেত্রেই আমরা সেই উত্তরগুলি মনে রাখি না।
advertisement
6/15
আমরা যখন বসে থাকি তখন আমাদের মাথায় অনেক চিন্তা আসে। আর আজকাল, মানুষ সেই উত্তরের জন্য কালবিলম্ব না করে গুগলের দিকে ঝুঁকে পড়েন।
advertisement
7/15
অতীতে আমাদের যে প্রশ্নের উত্তর খুঁজতে হত বইয়ের পাতায়। অথবা নিজেরাই গবেষণা করতাম নানা পত্র পত্রিকা ঘেঁটে, কেন নীল হয় আকাশ? এখন আজ জেনে নেওয়া যাক এই প্রশ্নের সেই সঠিক উত্তরটি।
advertisement
8/15
আসলে, এই প্রশ্নটি একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু জানলে অবাক হবেন যে এর পিছনে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈজ্ঞানিক কারণ। এই বসন্তে আকাশ পরিষ্কার ঝকঝকে এবং সুন্দর দেখালেও আকাশের এই রূপের পিছনে আসলে লুকিয়ে আছে অসীম মহাবিশ্বের রহস্য।
advertisement
9/15
সূর্যের রশ্মি সাদা। মেঘগুলোও সাদা। কিন্তু যখনই আমরা পৃথিবী থেকে আকাশের দিকে তাকাই, তখন এর রঙ নীল দেখায়। কখনও কি ভেবে দেখেছেন কেন শুধু এই নীল রঙের দেখায় আকাশটি?
advertisement
10/15
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Quora-তে যখন এই প্রশ্নটি জিজ্ঞাসা করা হয় তখন অনেক ব্যবহারকারী উত্তর দিয়েছিলেন যে পৃথিবীর বায়ুমণ্ডল বিভিন্ন গ্যাসের মিশ্রণ, যে কারণে সাদা রঙের সঙ্গে গ্যাসের মিশ্রণের কারণে আকাশ আমাদের চোখে নীল দেখায়।
advertisement
11/15
সূর্যের আলো সাদা এবং সাতটি রঙের সমন্বয়ে গঠিত। লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, গাঢ় নীল, বেগুনি। আমরা প্রিজম বা রামধনুর সাহায্যে তাদের দেখতে পারি।
advertisement
12/15
যখন সূর্য উঠে আলো নির্গত করে, তখন এই রঙগুলি বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে সূর্যরশ্মির সঙ্গে ছড়িয়ে পড়ে।
advertisement
13/15
লাল রঙের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বেশি। তবে নীল এবং বেগুনি রঙের তরঙ্গদৈর্ঘ্য কম। যখন সূর্য ওঠে, তখন বেগুনি এবং নীল রঙ ছড়িয়ে পড়ে এবং লাল রঙ প্রায় অদৃশ্য হয়ে যায়।
advertisement
14/15
আর সেই উজ্জ্বল সূর্যের রশ্মির সাতটি রঙের কারণেই আসলে আকাশ নীল দেখায়। নইলে আকাশের কোনও রঙ নেই।
advertisement
15/15
যদিও বেগুনি রঙ ও আকাশে ছড়িয়ে পড়ে, কিন্তু আমাদের চোখ বেগুনির চেয়ে নীল রঙ দ্রুত দেখতে পায়। তাই আমরা কেবল সেটাই দেখতে পাচ্ছি। আর সেই কারণেই আকাশ নীল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
'আকাশ' কেন 'নীল' হয় বলুন তো...? বেশিরভাগই জানেন 'ভুল'! সঠিক 'উত্তর' শুনলেই চমকাবেন!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল