Skincare Tips: কালচে ত্বক? ট্যান? দুধ দিয়ে বানান এই ময়েশ্চারাইজার! রাতারাতি ত্বক হবে ঝকঝকে! জানুন
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:PIYA GUPTA
Last Updated:
Skincare Tips: দুধ সুপার ফুড। নিয়মিত দুধ খাওয়া ছাড়াও এই দুধ দিয়ে তৈরি করা যায় ময়েশ্চারাইজার। কীভাবে বানাবেন? জানাচ্ছেন চিকিৎসক
advertisement
1/5

পুজোর আগে বাজারে চলতি ময়েশ্চারাইজার নয় এবার বাড়িতে বসে দুধ দিয়েই ত্বকের যত্ন নিন। দূ ষণ ও তাপমাত্রার কারণে ত্বকের দফারফা এই অবস্থায় নিমেষেই আরাম দেবে দুধ। (লেখা : পিয়া গুপ্তা)
advertisement
2/5
রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক ডক্টর পাঁজা বলেন দুধ সুপার ফুড। নিয়মিত দুধ খাওয়া ছাড়াও এই দুধ দিয়ে তৈরি করা যায় ময়েশ্চারাইজার। (লেখা : পিয়া গুপ্তা)
advertisement
3/5
এই গরমে হাত, মুখ কিংবা পিঠে রোদে পোড়া ট্যান হতে দেখা যায়। এই অবস্থায় দুধের সঙ্গে চন্দনের গুঁড়ো কিংবা মুলতানি মাটির সঙ্গে দুধ মিশিয়ে মাখলেও ত্বক প্রাণ ফিরে পাবে। রোদে পোড়া দাগ নিমিষেই দূর হবে। (লেখা : পিয়া গুপ্তা)
advertisement
4/5
চিকিৎসক ডক্টর পাঁজা জানান, ত্বককে নরম রাখতে দুধের জুড়ি মেলা ভার। ত্বকের শুষ্কতা দূর করতে দুধের জুড়ি মেলা ভার।(লেখা : পিয়া গুপ্তা)
advertisement
5/5
লেবু ও গ্লিসারিন এবং দুধ মিশিয়ে এই প্যাক মুখে দিলেই নিমিষেই বাড়বে ত্বকের জেল্লা । (লেখা : পিয়া গুপ্তা)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skincare Tips: কালচে ত্বক? ট্যান? দুধ দিয়ে বানান এই ময়েশ্চারাইজার! রাতারাতি ত্বক হবে ঝকঝকে! জানুন