TRENDING:

Skin Pigmentation: মুখে কালচে দাগ-ছোপ? গলা-ঘাড়-ঠোঁট 'কালো'? চিনির সঙ্গে এইটা মিশিয়ে মাখুন, 'পিগমন্টেশন' গায়েব হবে ২ দিনে

Last Updated:
বেশি মেলানিন তৈরির ফলে ত্বকে দাগছোপ দেখা দেয়। ডাক্তারি পরিভাষায় একে বলে হাইপারপিগমেন্টেশন। অনেক সময়ে ঠোঁটেও পিগমেন্টেশন দেখা দেয় যার ফলে ঠোঁট কালচে হয়ে পড়ে।
advertisement
1/7
মুখে কালচে দাগ-ছোপ? গলা-ঘাড়-ঠোঁট 'কালো'? চিনির সঙ্গে এইটা মিশিয়ে মাখুন, পিগমেন্টেশন গায়েব
বেশি মেলানিন তৈরির ফলে ত্বকে দাগছোপ দেখা দেয়। ডাক্তারি পরিভাষায় একে বলে হাইপারপিগমেন্টেশন। অনেক সময়ে ঠোঁটেও পিগমেন্টেশন দেখা দেয় যার ফলে ঠোঁট কালচে হয়ে পড়ে। পুষ্টিবিদরা বলেন, শরীর কেমন আছে, তার প্রথম প্রতিফলন ঘটে ত্বকে।
advertisement
2/7
হাইপারপিগমেন্টেশন হতে পারে নানা করাণে, যেমন হরমোনের ভারসাম্যে ঘাটতি, কোনও ক্রনিক অসুখ, বয়সজনিত কারণ। পাশাপাশি, ভিটামিন বি ১২-এর অভাবেও ত্বকে দাগ-ছোপ দেখা দেয়। দাগছোপ দূর করতে অনেকেই নানা বাজারচলতি কসমেটিক্স ব্যবহার করেন। কিন্তু মাথায় রাখবেন, এ'সবে নানা কেমিক্যাল থাকে যার পার্শ্বপ্রতিক্রিয়াও বিস্তর! কাজেই ভরসা রাখুন ঘরোয়া উপায়ে, চিনির সঙ্গে মিশিয়ে নিন এই ছোট্ট জিনিস, পিগমেন্টেশন দূর হবে স্রেফ ২ দিনে--
advertisement
3/7
লেবু এবং চিনি-- লেবুর রসের সঙ্গে ২ টেবিল চামচ চিনি মিশিয়ে নিয়ে স্নানের আগে ভাল করে মুখ, ঘাড়-গলায় ঘষে নিন। লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড পিগমেন্টেশনের সমস্যা দূর করে।
advertisement
4/7
চিনি এবং টম্যাটো--পাকা টম্যাটো চটকে তার সঙ্গে চিনি মিশিয়ে নিন। স্নানের আগে মুখ, গায়ে এই স্ক্রাব ঘষে, কিছু ক্ষণ রেখে ধুয়ে ফেলুন। ত্বকের পিগমেন্টেশন দূর করতে আরও তিনটি ঘরোয়া স্ক্রাব ম্যাজিকের মতো কাজ করে...
advertisement
5/7
ওটস এবং দুধ-- আধ কাপ দুধের মধ্যে ৪ টেবিল চামচ ওটস মিশিয়ে মুখে মাখুন। দুধের মধ্যে থাকা ল্যাক্টিক অ্যাসিড পিগমেন্টেশন দূর করে।
advertisement
6/7
টক দই এবং হলুদ-- টক দই আর হলুদের মিশ্রণ মুখের দাগছোপের পাশাপাশি কনুই, হাঁটুর কালচে দাগও দূর করে।
advertisement
7/7
কফি এবং নারকেল তেল-- এই মিশ্রণ ত্বকের মৃত কোষ দূর করে, গায়েব করে দাগছোপ
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skin Pigmentation: মুখে কালচে দাগ-ছোপ? গলা-ঘাড়-ঠোঁট 'কালো'? চিনির সঙ্গে এইটা মিশিয়ে মাখুন, 'পিগমন্টেশন' গায়েব হবে ২ দিনে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল