TRENDING:

Skin Care: একবার মাখলেই গায়েব মুখের ট‍্যান, কালো দাগ! কাচের মতো চকচক করবে ত্বক, নারকেল তেলে মেশান এই জিনিস, পার্লার ছাড়ুন, পুজোর আগে চমকে দেওয়া জেল্লা বাড়িতেই

Last Updated:
Skin Care:নারকেল আর রান্নাঘরের আর কয়েকটি সাধারণ জিনিস দিয়ে স্ক্রাব তৈরি করে মুখে মেখে রাখতে হবে কিছুক্ষণ। তারপর মুখ ধুয়ে নিলেই গায়েব হবে ট‍্যান। ম‍্যাজিকের মতো কাজ করবে নারকেল তেল।
advertisement
1/9
মুখের ট‍্যান, কালো দাগ গায়েব! কাচের মতো চকচক করবে ত্বক, নারকেল তেলেই হবে ম‍্যাজিক
পুজোর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। দেবীপক্ষের সূচনার সঙ্গে সঙ্গেই প্রত‍্যেক বাঙালির মনেই লাগে কাশফুলের দোলা। সারাবছর সাজ যেমনই হোক, পুজোর ক'দিন চেহারার চমক হওয়া চাই সেরা। কিন্তু শরতের আকাশে চড়চড়ে রোদ, রাস্তায় বেরোলেই ধুলো, ধোঁয়া। সব মিলিয়ে দফারফা অবস্থা ত্বকের।
advertisement
2/9
ট‍্যান পড়ে ত্বকের কালো ভাব, কালো দাগ ছোপ, ব্রণ, অ‍্যাকনে। ত্বকের সমস‍্যা হাজারো। দূষণের জেরে শরতের মনোরম আবহাওয়া অতীত। পুজোর মাসেও কখনও চড়া রোদ, কখনও বৃষ্টি। পাশাপাশি ভুল খাওয়া দাওয়ার প্রভাবও পড়ছে ত্বকে।
advertisement
3/9
বিশেষত মুখের ত্বকে প্রভাব পড়ে সবচেয়ে বেশি। কিন্তু দোকানের কেনা বিভিন্ন ক্রিম, ক্লেনজার মেখেও বিশেষ কাজের কাজ হয় না। একগাদা টাকার ধাক্কার পর থেকে যায় সাইড এফেক্টের ভয়।
advertisement
4/9
কিন্তু ত্বকের একাধিক সমস‍্যাকে একাই সামলে দিতে পারে নারকেল তেল। প্রাচীন কাল থেকেই সৌন্দর্য চর্চায় ব‍্যবহার করা হয়ে থাকে নারকেল তেল। কিন্তু ত্বকের কালো দাগ ছোপের সমস‍্যা দূর করতে নারকেল তেলের মেশাতে হবে কয়েকটি জিনিস।
advertisement
5/9
নারকেল আর রান্নাঘরের আর কয়েকটি সাধারণ জিনিস দিয়ে স্ক্রাব তৈরি করে মুখে মেখে রাখতে হবে কিছুক্ষণ। তারপর মুখ ধুয়ে নিলেই গায়েব হবে ট‍্যান। ম‍্যাজিকের মতো কাজ করবে নারকেল তেল।
advertisement
6/9
উপকরণ: নারকেল তেল- ১ চামচ, কফি পাউডার-২ চামচ, চিনি– ১ চামচ, মধু – ১/২ চামচ। একটি বাটিতে ২ চামচ কফি পাউডার নিন। এরপর এতে নারকেল তেল ১ চামচ, ১ চামচ চিনি এবং ১/২ চামচ মধু মেশান। সবকিছু একসঙ্গে মেশানোর পর পেস্ট তৈরি করুন।
advertisement
7/9
তবে স্ক্রাব করার আগে জানতে হবে কয়েকটি ছোট ছোট নিয়ম। প্রথমে মুখ ভাল করে ধুয়ে নিন। এবার আলতো করে মুছে লাগান স্ক্রাব। মেখে রাখুন কমপক্ষে ৫-৬ মিনিট। এরপর আলতে হাতে ঘড়ির কাঁটার দিকে ম‍্যাসাজ করুন। কিছুক্ষণ ত্বকে ম্যাসাজের পরে সাধারণ জল দিয়ে ভাল করে ধুয়ে নিন।
advertisement
8/9
এই স্ক্রাবটি বেশ উপকারী, তবে সপ্তাহে ২ বার ব্যবহার করুন। যদি আপনি এটি বেশি ব্যবহার করেন তবে এর কারণে আপনার ত্বক আরও শুষ্ক হতে পারে। সপ্তাহে দু'বার ব‍্যবহার করলেই পুজোর আগেই আপনার ত্বকের জেল্লায় সাড়া ফেলবে পুজোর প‍্যান্ডেলে। শুধু মুখে নয়, হাতে পায়ে যেকোনও অঙ্গে লাগাতে পারেন এই প‍্যাক।
advertisement
9/9
প্রসঙ্গত, এখানে ব‍্যবহৃত কোনও উপকরণে কারও অ‍্যালার্জি থাকলে সেটি ব‍্যবহার করবেন না। পারলে সারা মুখে লাগানোর আগে শরীরের অল্প কোনও অংশে লাগিয়ে (প‍্যাচ টেস্ট) দেখে প‍্যাক থেকে আপনার কোনও প্রকার অস্বস্তি বোধ হচ্ছে কিনা। কোনও সমস‍্যা বোধ হলে লাগাবেন না।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skin Care: একবার মাখলেই গায়েব মুখের ট‍্যান, কালো দাগ! কাচের মতো চকচক করবে ত্বক, নারকেল তেলে মেশান এই জিনিস, পার্লার ছাড়ুন, পুজোর আগে চমকে দেওয়া জেল্লা বাড়িতেই
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল