Skin Care Tips: হাঁটু-কনুইয়ে কালো দাগ? ছুটতে হবে না পার্লারে, ঘরোয়া টোটকাতেই হতে পারে সুরাহা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Annanya Dey
Last Updated:
Skin Care Tips: হাঁটু ও কনুইয়ের কালো দাগ বাড়িয়ে তুলেছে সমস্যা। পছন্দমত পোশাক পড়তে পারছেন না। ঘরোয়া উপায় মিলবে এই সমস্যার থেকে সমাধান।
advertisement
1/5

হাঁটু ও কনুইয়ের কালো দাগ বাড়িয়ে তুলছে সমস্যা। সহজে যেতে চাইছে না এই কালো দাগ। তাই পছন্দমত পোশাক পড়তে অসুবিধা হচ্ছে। ঘরোয়া উপায়ে হাঁটু ও কনুইয়ের কালো দাগ তুলে ফেলার টিপস দিলেন ত্বক বিশেষজ্ঞ শিল্পী মন্ডল।
advertisement
2/5
এক টুকরো লেবু নিয়ে কনুইয়ে ভাল করে ঘষতে হবে। তারপর সেই রসটিকে হাতেই শুকোতে দিতে হবে। দশ মিনিট পর ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে। এরপর সেখানে ময়েশ্চারাইজার লাগিয়ে ফেলতে হবে।
advertisement
3/5
হলুদ, মধু, দুধ মিশিয়ে একটি প্যাক তৈরি করে ফেলতে হবে। তারপর সেটি কনুইয়ে লাগিয়ে মিনিট কুড়ি পর ধুয়ে ফেলতে হবে। হলুদ ও দুধ ব্লিচের কাজ করে।
advertisement
4/5
হাঁটুর কালো দাগ দূর করতে হলে দু চামচ মধু ও ওটস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করতে হবে। এরপর সেটি হাঁটুতে লাগিয়ে রাখতে হবে ১৫ মিনিট। তারপর তা ঠান্ডা জলে ধুয়ে ফেলতে হবে।
advertisement
5/5
ত্বক বিশেষজ্ঞ শিল্পী মন্ডল জানান, " খুব সহজ উপায়ে হাঁটুর কালো দাগ দূর করতে হলে রাতে ঘুমোনোর আগে হাঁটুর কালো অংশে অলিভ অয়েল লাগিয়ে ঘষতে হবে। সপ্তাহে তিন দিন এই কাজ করলে মিলবে ফল। "
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skin Care Tips: হাঁটু-কনুইয়ে কালো দাগ? ছুটতে হবে না পার্লারে, ঘরোয়া টোটকাতেই হতে পারে সুরাহা