রাতে ঘুমোতে যাওয়ার আগে 'এই বীজের' তেল মেখে দেখুন! সকালে উঠবেন দুধের মতো উজ্জ্বল ত্বক নিয়ে!
- Published by:Tias Banerjee
Last Updated:
এই তেল সব বয়স ও সব ত্বকের জন্য নিরাপদ এবং কার্যকর। বাজারে সহজলভ্য, প্রাকৃতিক, এবং দামী বিউটি প্রোডাক্টের তুলনায় অনেকটাই সস্তা ও দীর্ঘস্থায়ী।
advertisement
1/10

রাতের পর ঘুম যখন ভাঙবে, আয়নায় নিজের মুখটাই যেন চিনতে পারবেন না—এতটা উজ্জ্বল, কোমল আর টানটান লাগবে ত্বক! কোনও কেমিক্যাল নয়, দামি কসমেটিকসও নয়—রোজ রাতে একফোঁটা এই প্রাকৃতিক উপাদানেই এমন জাদু সম্ভব।
advertisement
2/10
এই উপাদানটি আজকাল রূপচর্চার জগতে বিপ্লব এনেছে। ত্বকের গভীরে গিয়ে এটি কাজ করে ভিতর থেকে, ফেরায় আর্দ্রতা, মসৃণতা ও তারুণ্য। যাঁদের ত্বক শুষ্ক, নিস্তেজ কিংবা বলিরেখার শিকার, তাঁদের জন্য তো এটি যেন এক অলৌকিক পথ্য।
advertisement
3/10
চোখে দেখা যায় না, কিন্তু নিয়মিত ব্যবহার করলে ফল মিলবে স্পষ্ট—একটা দুধের মতো দীপ্তি, যা কারও চোখ এড়াবে না। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই বিশেষ তেলটি ব্যবহার করলেই সকালে ত্বকে দেখা দেবে সেই কাঙ্ক্ষিত মসৃণ উজ্জ্বলতা, যেটা আজকাল আমরা দেখি কেবল বিজ্ঞাপনের পর্দায়।
advertisement
4/10
ত্বককে কোমল, তরুণ ও উজ্জ্বল রাখতে অসাধারণ কার্যকর সেই উপাদান হল চিয়া সিড অয়েল বা চিয়া বীজের তেল। এতে থাকে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন ই এবং বিভিন্ন খনিজ উপাদান, যা ত্বকের গভীরে পৌঁছে তার যত্ন নেয়।
advertisement
5/10
আজকের ব্যস্ত জীবনযাপন, মানসিক চাপ, দূষণ এবং অনিয়মিত খাদ্যাভ্যাসের কারণে অল্প বয়সেই ত্বকে বয়সের ছাপ পড়ে যায়। মুখের ঔজ্জ্বল্য হারায়, ত্বক নিস্তেজ দেখায়, বলিরেখা আর ফাইন লাইন চোখে পড়তে শুরু করে। এই পরিস্থিতিতে ত্বককে আবার তরতাজা ও দীপ্তিময় করে তুলতে সাহায্য করতে পারে প্রাকৃতিক চিয়া সিড অয়েল।
advertisement
6/10
চিয়া সিড অয়েল ত্বকের আদ্রতা ধরে রাখতে সাহায্য করে। যাঁদের ত্বক খুব শুষ্ক, বিশেষ করে শীতকালে ফেটে যায়, তাঁদের জন্য এই তেল একপ্রকার আশীর্বাদ। এটি ত্বকের গভীরে গিয়ে আর্দ্রতা আটকে রাখে এবং সারা দিন ত্বককে হাইড্রেটেড রাখে। ফলে ত্বক হয় নরম, মসৃণ এবং স্বাভাবিক উজ্জ্বলতায় ভরে ওঠে।
advertisement
7/10
চিয়া সিড অয়েলে থাকা অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের লালচে ভাব, জ্বালা ও চুলকানিতেও উপশম আনে। আবহাওয়ার পরিবর্তন বা অ্যালার্জির কারণে মুখে অনেক সময় লাল ভাব বা চুলকানি দেখা যায়—এমন পরিস্থিতিতেও এই তেল কার্যকর।
advertisement
8/10
এছাড়াও, চিয়া সিড অয়েল বয়সজনিত ত্বকের পরিবর্তন রোধ করতে সক্ষম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের ইলাস্টিসিটি কমে গিয়ে বলিরেখা পড়ে। চিয়া সিড অয়েলে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে, ফলে ত্বক টানটান থাকে ও মুখ আগের চেয়ে তরুণ দেখায়। শুধু মুখেই নয়, এটি হাত, গলা, এমনকি ঠোঁটেও ব্যবহার করা যায়, যার ফলে সম্পূর্ণ ত্বক পায় পুষ্টি ও কোমলতা।
advertisement
9/10
কী ভাবে ব্যবহার করবেন? চিয়া সিড অয়েল ব্যবহার করা অত্যন্ত সহজ। রাতে ঘুমোনোর আগে মুখে কয়েক ফোঁটা তেল নিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। চাইলে আপনার প্রিয় নাইটক্রিম বা লোশনে কয়েক ফোঁটা মিশিয়েও ব্যবহার করতে পারেন। অনেকে এটি মধু বা অ্যালো ভেরা জেলের সঙ্গে মিশিয়ে ফেস প্যাক হিসেবেও ব্যবহার করেন। তবে যদি আপনার ত্বক অতিসংবেদনশীল হয়, তাহলে আগে একবার প্যাচ টেস্ট করে নেওয়া ভাল।
advertisement
10/10
এই তেল সব বয়স ও সব ত্বকের জন্য নিরাপদ এবং কার্যকর। বাজারে সহজলভ্য, প্রাকৃতিক, এবং দামী বিউটি প্রোডাক্টের তুলনায় অনেকটাই সস্তা ও দীর্ঘস্থায়ী।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
রাতে ঘুমোতে যাওয়ার আগে 'এই বীজের' তেল মেখে দেখুন! সকালে উঠবেন দুধের মতো উজ্জ্বল ত্বক নিয়ে!