TRENDING:

Skin care Tips: রোদে কালো হয়ে গিয়েছে ত্বক? মুখে ছোপ ছোপ দাগ? নারকেল তেলে এই জিনিস মিশিয়ে মাখলেই ম‍্যাজিক! ট‍্যানিং সরে বেরিয়ে আসবে ত্বকের উজ্জ্বল রং

Last Updated:
Tan Removal Using Coconut Oil: শুধু ট‍্যান নয়, মুখের কালো দাগ ছোপও উধাও হবে কেবল নারকেল তেলের ব‍্যবহারে। মুখের ত্বক হবে নরম, তুলতুলে।
advertisement
1/11
রোদে কালো হয়ে গিয়েছে ত্বক? নারকেল তেলে এই জিনিস মিশিয়ে মাখলেই ম‍্যাজিক, গায়েব ট‍্যান
গরমকালে শুরু হতে না হতেই শুরু হয়ে যায় ট‍্যানের সমস‍্যা। রোদের তাপে কালো হয়ে যায় ত্বক। কেবলমাত্র ট‍্যান নয়, রোদ থেকে আরও একাধিক ক্ষতি হয় ত্বকে। ত্বকে কালো কালো ছোপও দেখা যায়।
advertisement
2/11
সানস্ক্রিন মেখেও আটকানো যায় না ট‍্যানকে। ত্বকের রং কালো হয়ে যায় সূর্যের আলোর প্রভাবে। বৃষ্টি হলেও ট‍্যানের হাত থেকে রেহাই নেই। নামি দামি ক্রিমও ফেল হয়ে যায় এই ট‍্যান আটকাতে।
advertisement
3/11
তবে বাড়িতে থাকা একটি অতি সাধারণ জিনিসই হয়ে উঠতে পারে ট‍্যান তোলার ব্রহ্মাস্ত্র। রান্নাঘরে থাকা নারকেল তেলকেই ট‍্যান তুলতে ব‍্যবহার করতে পারেন।
advertisement
4/11
তবে যেমন তেমন ভাবে নয়, নারকেল তেলকে সঠিক ভাবে মাখলে তবেই মিলবে উপকার। শুধু ট‍্যান নয়, মুখের কালো দাগ ছোপও উধাও হবে কেবল নারকেল তেলের ব‍্যবহারে। মুখের ত্বক হবে নরম, তুলতুলে।
advertisement
5/11
নারকেল তেলের বাড়িতেই থাকা অন‍্য কয়েকটি জিনিস মিশিয়ে ব‍্যবহার করতে পারেন ট‍্যান তোলার জন‍্য। কীভাবে ব‍্যবহার করবেন? কোন কোন জিনিসের রয়েছে মুখের দাগ ছোপ তোলার গুণ? জেনে নিন
advertisement
6/11
লেবু ও নারকেল তেল: মুখ থেকে ট্যানিং হঠাতে লেবু এবং নারকেল তেলের ব্যবহার করা যেতে পারে। লেবুতে উপস্থিত ভিটামিন সি ট্যান কমায়। নারকেল তেল মুখকে রাখে নরম, তুলতুলে।
advertisement
7/11
বেকিং সোডা ও নারকেল তেল: নারকেল তেল এবং বেকিং সোডার পেস্ট ট্যানিং থেকে মুক্তি পাওয়ার জন্য খুব কার্যকর উপায় হতে পারে। এই দুটি জিনিসের পেস্ট তৈরি করে আপনার মুখে লাগান। এই পেস্টটি ৫ মিনিট পরে গরম জলে ধুয়ে ফেলুন। এই উপায়টি সপ্তাহে দু থেকে তিনবার লাগালেই মিলবে উপকার।
advertisement
8/11
মুলতানি মাটি ও নারকেল তেল: নারকেল তেলের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে মুখে লাগাতে পারেন ট‍্যানিং দূর করতে। প‍্যাক হিসেবে এটি মুখে মেখে কিছুক্ষণ রাখুন। প‍্যাকটি শুকিয়ে গেলে সাধারণ জলে ভাল করে ধুয়ে নিন। এতে মুখের দাগছোপও দূর হয়।
advertisement
9/11
মধু ও নারকেল তেল: নারকেল তেল এবং মধু মিশিয়ে লাগালে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। পাশাপাশি দূর হবে ট‍্যান। দুই চামচ নারকেল তেলে এক চামচ মধু মেশান। এই পেস্টটি মুখে লাগিয়ে কিছু মিনিট পরে সাধারণ জলে ধুয়ে ফেলুন।
advertisement
10/11
মধু ও নারকেল তেল: নারকেল তেল এবং মধু মিশিয়ে লাগালে ত্বকের আর্দ্রতা বজায় থাকে। পাশাপাশি দূর হবে ট‍্যান। দুই চামচ নারকেল তেলে এক চামচ মধু মেশান। এই পেস্টটি মুখে লাগিয়ে কিছু মিনিট পরে সাধারণ জলে ধুয়ে ফেলুন।
advertisement
11/11
আলুর রস ও নারকেল তেল: কালো দাগছোপ, ট‍্যানিং তুলতে অন‍্যতম কার্যকরী হল আলু। ত্বক থেকে ট্যানিংয়ের দাগ সরানোর এটি সবচেয়ে কার্যকর উপায় হিসেবে বিবেচিত। ২ চামচ নারকেল তেলে এক চামচ আলুর রস মিশিয়ে মুখে লাগান। তারপর মুখ ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ থেকে ৪ বার করুন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skin care Tips: রোদে কালো হয়ে গিয়েছে ত্বক? মুখে ছোপ ছোপ দাগ? নারকেল তেলে এই জিনিস মিশিয়ে মাখলেই ম‍্যাজিক! ট‍্যানিং সরে বেরিয়ে আসবে ত্বকের উজ্জ্বল রং
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল