Skin Care Tips: রান্নাঘরের এই উপকরণ মিষ্টি তৈরিতে লাগে, তা বলে সস্তার এই উপকরণে ফেসপ্যাক, টিপস দিলেন এক্সপার্ট
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Skin Care Remedies: ত্বকের প্রয়োজনিয়তা অনুযায়ী বানাতে হবে এই ফেসপ্যাক
advertisement
1/5

: গরমে মুখে ধুলোবালি জমে মুখে দাগ ছোপ? স্কিন পরিষ্কারর রাখতে বেছে নিতে পারেন রান্নাঘরের এই সস্তার উপাদান৷ এটা আর কিছুই নয় সুজি।সুজি দিয়ে করুন ত্বকের যত্ন। সুজির এই ফেসপ্যাক আপনার ত্বকের সমস্ত দাগ ছোপ নিমেষে করবে দূর।
advertisement
2/5
কীভাবে বানাবেন এই ফেসপ্যাক কী বলছেন বিউটি এক্সপার্ট সঙ্গীতা গুহ রায়, এই ফেসপ্যাক বানাতে প্রয়োজনসুজি, দইয়ের সঙ্গে এক চামচ মধু এবং এক চামচ লেবুর রস।
advertisement
3/5
কী ভাবে লাগাবেন সুজি? সুজির ফেসপ্যাক মাখার আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপাদান একসঙ্গে মিহি করতে হবে।ত্বকের প্রয়োজনীয়তা অনুযায়ী বানাতে হবে এই মিশ্রণ।
advertisement
4/5
পাতলা করতে চাইলে বাড়াতে হবে দইয়ের পরিমাণ।মুখ পরিষ্কারের সঙ্গে সঙ্গে দারুণ স্ক্রাবারের কাজ করে এই মিশ্রণ। ত্বকে লাগিয়ে সার্কুলার মোশনে করতে হবে মেসেজ।ত্বকে মাখার নিয়মমুখে এই প্যাক লাগানোর আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে মুখ।
advertisement
5/5
কোনও মেকআপ থাকলে চলবে না। তাতে ত্বকের রোমকূপ বন্ধ হয়ে যাবে। স্কিনে লাগানোর আগে ভালো করে গরম জলের ভাপ নিলে দারুণ কাজ হবে। Input- Piya Gupta
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skin Care Tips: রান্নাঘরের এই উপকরণ মিষ্টি তৈরিতে লাগে, তা বলে সস্তার এই উপকরণে ফেসপ্যাক, টিপস দিলেন এক্সপার্ট