TRENDING:

Skin care : গ্রীষ্মের ফ্যাশনে থাক একজোড়া গোলাপি ঠোঁট! কালো ছোপ দূর করতে কী কী করবেন

Last Updated:
Skin care : ২০২০ সাল থেকে মাস্কে ঢেকেছে মুখ। তবুও কোথাও গিয়ে খুলতেই হয় সেই মাস্ক। তখন যদি ফাটা কালো ছোপওয়ালা ঠোঁট দেখা যায়, তাহলে পুরো সাজটাই মাটি।
advertisement
1/8
গ্রীষ্মের ফ্যাশনে থাক একজোড়া গোলাপি ঠোঁট! কালো ছোপ দূর করতে কী কী করবেন
২০২০ সাল থেকে মাস্কে ঢেকেছে মুখ। তবুও কোথাও গিয়ে খুলতেই হয় সেই মাস্ক। তখন যদি ফাটা কালো ছোপওয়ালা ঠোঁট দেখা যায়, তাহলে পুরো সাজটাই মাটি। আবার সেলফি তোলার সময়েও রয়েছে ঠোঁট নিয়ে নানা অঙ্গভঙ্গি। কিন্তু তাতে যদি কালো ছোপ থাকে তা হলে কি হয়? তার জন্য একজোড়া মসৃণ গোলাপি ঠোঁট প্রয়োজন।
advertisement
2/8
তবে রোজ নামচায় চা, কফি বা ধূমপানের জন্য ঠোঁটে কালো ছোপ পড়েই যায়। আবার রোদে বেরিয়েও গোলাপি ঠোঁটে ট্যান পড়ে। তাই জেনে নিন কীভাবে ঠোঁটের কালো দাগ দূর করবেন। তার জন্য রইল কয়েকটি ঘরোয়া উপায়-
advertisement
3/8
রোদে বেরনোর আগে ঠোঁটে এসপিএফ যুক্ত লিপ বাম লাগান। ত্বকে যেমন সানস্ক্রিন লাগানো প্রয়োজন, তেমনই ঠোঁটকেও বাঁচান।
advertisement
4/8
বরফের টুকরোয় কয়েক ফোঁটা আমন্ড অয়েল লাগিয়ে ঠোঁটে ঘষে নিন। এতে ঠোঁটের রক্ত চলাচল স্বাভাবিক হবে এবং ঠোঁটের উজ্জ্বলভাব ফিরে আসবে।
advertisement
5/8
ঠোঁটে মরা কোষ জমতে থাকলে ঔজ্জ্বল্য হারায়। তাই রোজ ব্রাশ করার সময়ে ঠোঁটেও ব্রাশ রাব করুন। তার পরে হালকা কোনও লিপবাম লাগিয়ে নিন। অথবা রাতেও ঘুমোতে যাওয়ার আগে ঠোঁটে ব্রাশ দিয়ে রাব করে গ্লিসারিন অথবা লিপবাম লাগিয়ে শুয়ে পড়ুন।
advertisement
6/8
প্রত্যেকের বাড়িতেই আলু থাকে। তাই বেশি কষ্ট না করে আলুর রস করে নিন। সেই রস ঠোঁটে লাগান।
advertisement
7/8
লেবুর রস ও মধুর মিশ্রণ ঠোঁটে লাগান। বেশ কিছুক্ষণ লাগিয়ে ধুয়ে ফেলুন।
advertisement
8/8
চিনির সঙ্গে লেবু আর মধু মিশিয়েও লাগাতে পারেন ঠোঁটে। এটা স্ক্রাবারের কাজ করে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Skin care : গ্রীষ্মের ফ্যাশনে থাক একজোড়া গোলাপি ঠোঁট! কালো ছোপ দূর করতে কী কী করবেন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল