Sikkim Tourism: ব্যালকনিতে চা হাতে বসলে একদিকে তিস্তা, অন্যদিকে হিমালয়ের হাতছানি! সিকিমের 'এই' গ্রাম এখন পর্যটকদের 'ফেভরিট ডেস্টিনেশন'
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Sikkim Tourism: সিকিমের দক্ষিণে হিমালয়ের কোলে লুকিয়ে থাকা এক শান্ত গ্রাম ছালামথাং, যেখানে প্রকৃতির কোলে খুঁজে পাবেন মানসিক প্রশান্তি। তিস্তার আঁকাবাঁকা ধারা, দূরের বরফে ঢাকা পাহাড়, আর পাশে ছোট ছোট পাহাড়ি জনপদের দৃশ্য মুগ্ধ করে দেবে।
advertisement
1/7

*মন উড়ে যাওয়ার ইচ্ছে, সব ছেড়ে কোনও পাহাড়ি প্রান্তরে, নির্জন কোনও সবুজে। এমনই এক স্বর্গীয় গ্রাম রয়েছে দক্ষিণ সিকিমে, নাম ছালামথাং।
advertisement
2/7
*ছালামথাং এমন একটি হিমালয়-আবৃত, শান্ত পাহাড়ি গ্রাম যেখানে আপনি সত্যিই নিজের ক্লান্ত শরীর ও মনকে নতুন করে শ্বাস নিতে দিতে পারেন। ঝুলবারান্দায় বসে নিচে তিস্তা নদীর আকাবাঁকা গতিপথ, দূরে তুষারঢাকা পাহাড়, পাশেই সিংতাম আর রানিপুলের ছোট ছোট জনপদ, এই দৃশ্যপট এতটাই জাদুকরী, যে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাবে কোনও খেয়াল ছাড়াই।
advertisement
3/7
*হোমস্টের পরিবেশ আপনাকে অভিভূত করবে। ছাউনি দেওয়া মাচা ঘর, স্থানীয় অর্গানিক শাকসবজি দিয়ে তৈরি খাবার, সবকিছুতেই রয়েছে গ্রাম্য অথচ স্নিগ্ধ অভ্যর্থনা। রান্নার স্বাদও একেবারে আলাদা, কারণ তাজা উপকরণ আর পাহাড়ি মশলার মিশেলে প্রতিটি পদ যেন গ্রামীণ হিমালয়ের আত্মা নিয়ে আসে পাতে।
advertisement
4/7
*তবে সবচেয়ে মন কাড়ে চাঁদনী রাতের ছালামথাং। দূরের পাহাড়ি গ্রামে যখন আলো জ্বলে ওঠে, আর আকাশে চাঁদ ঝলমল করে, তখন চারপাশে তৈরি হয় এক অদ্ভুত মায়াবী পরিবেশ। যেটা ক্যামেরায় নয়, থেকে যায় চোখের ফ্রেমে, মনে জমা হয় এক জীবনের গল্প।
advertisement
5/7
*কীভাবে যাবেন ছালামথাং? প্রথমে পৌঁছে যান এনজেপি (NJP) স্টেশনে। সেখান থেকে সরাসরি গাড়িতে ছালামথাং যেতে সময় লাগবে প্রায় ৩.৫–৪ ঘণ্টা। দূরত্ব আনুমানিক ১০৫ কিলোমিটার। গাড়ি ভাড়া প্রায় ৫,০০০ টাকা। কম খরচে যেতে চাইলে এনজেপি থেকে শেয়ার গাড়িতে সিংতম আসুন, সেখান থেকে মাত্র ৭ কিমি দূরে ছালামথাং। লোকাল গাড়ি বা হোমস্টে কর্তৃপক্ষের সহায়তায় পৌঁছনো যায় সহজেই।
advertisement
6/7
*ছালামথাং-এ প্রচুর হোমস্টে রয়েছে। প্রতিদিনের খরচ (থাকা + খাওয়া) ১২০০–২০০০ টাকা (প্রতি ব্যক্তি)। চাইলে ক্যাম্পিং টেন্ট-এর অভিজ্ঞতাও নিতে পারেন কিছুটা বাড়তি খরচে।
advertisement
7/7
*কিছুটা প্রশান্তি, প্রকৃতি আর পাহাড়ের গভীর নির্জনে হারিয়ে যাওয়ার আনন্দ। আর তার জন্য ছালামথাং হতে পারে আপনার পরবর্তী সেরা গন্তব্য।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sikkim Tourism: ব্যালকনিতে চা হাতে বসলে একদিকে তিস্তা, অন্যদিকে হিমালয়ের হাতছানি! সিকিমের 'এই' গ্রাম এখন পর্যটকদের 'ফেভরিট ডেস্টিনেশন'