অফিসের 'সিক্রেট সান্তা'! জেনে নিন কী কী উপহার দিলে খুশি হবেন আপনার প্রিয় মানুষটি
- Published by:Aryama Das
Last Updated:
Secret Santa Gift : এই ক্রিসমাসে আপনার প্রিয়জনকে কী উপহার দেবেন, জেনে নিন
advertisement
1/8

বড়দিন দোরগোড়ায়। তার আগেই অফিসগুলোতে শুরু হয়ে যায় উৎসবের আমেজ। ২৫ ডিসেম্বর সারা কলকাতা ক্রিসমাসের খুশিতে মেতে ওঠে। এই মরশুমটাই হট চকলেট, কেক, পেস্ট্রির। তবে অফিসে একটা বিষয় মোটামুটি সবারই হয়ে থাকে, 'সিক্রেট সান্তা'। একে অপরকে গোপনে উপহার দেন এই দিনে। কী কী উপহার এই ক্রিসমাসে আপনার প্রিয়জনকে উপহার দেবেন, দেখে নিন
advertisement
2/8
মোমবাতি সবসময়ই সেরা উপহার এই অনুষ্ঠানের জন্য৷ কেবল সুগন্ধই নয়, ঘরে আলোকিত হলে তা খুব প্রশান্তিদায়ক এবং আরামদায়কও হয় বটে৷
advertisement
3/8
ফুলদানিও দিতে পারেন আপনার প্রিয় মানুষটিকে৷ ঘর সাজাতে পছন্দ করলে সেই মানুষটি ফুলদানি পেয়ে খুবই খুশি হবে৷
advertisement
4/8
অফিসের কলিগকে কফি মগ উপহার দিতেই পারেন৷ অফিসে কফি মগের প্রয়োজন পরে বেশ৷
advertisement
5/8
পছন্দের বিউটি প্রোডাক্ট উপহার দিতে পারেন৷
advertisement
6/8
ওয়ালেট বদলে বদলে ব্যবহার করতে ভালবাসে সকলেই৷ তাই নতুন একটা ওয়ালেট দিতেই পারেন বন্ধুকে৷
advertisement
7/8
ছবি ফ্রেম করে দিতে পারেন উপহারে৷
advertisement
8/8
হট চকলেট হ্যম্পার উপহারে দিতেই পারেন কলিগকে৷ (এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
অফিসের 'সিক্রেট সান্তা'! জেনে নিন কী কী উপহার দিলে খুশি হবেন আপনার প্রিয় মানুষটি