Saree: আলমারি জুড়ে হাজারও শাড়ি, জানেন কি সব নাম? রইল ভারতের ১০ বিখ্যাত শাড়ির পরিচয়, জেনে নিন শাড়ি-কথা
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
শাড়ি তো কেবল বারো হাতের কাপড় নয় আরও অনেক কিছু। ঠাকুমার বাক্সবন্দি শাড়িতে রয়ে যায় কতকাল আগেকার মায়া মায়া গন্ধ, খেলনাবাটির গল্প। সুতোয় সুতোয় গাঁথা হয় পুরানের গল্প।
advertisement
1/12

শাড়ি তো কেবল বারো হাতের কাপড় নয় আরও অনেক কিছু। ঠাকুমার বাক্সবন্দি শাড়িতে রয়ে যায় কতকাল আগেকার মায়া মায়া গন্ধ, খেলনাবাটির গল্প। সুতোয় সুতোয় গাঁথা হয় পুরানের গল্প।
advertisement
2/12
লুকোনো থাকে শিল্পীর রাত জাগা, মদন তাঁতির অহঙ্কার। এই শাড়ি-গল্প বলতে গিয়ে আসে ভারতের গর্বের ১০ শাড়ির কথা।
advertisement
3/12
বেনারসিবাঙালি বিয়ের বিশেষ মুহূর্ত এই শাড়ি ছাড়া প্রায় অসম্পূর্ণ৷ সেই কোন কাল থেকে ঠাকুমার বাক্সে, মায়ের গা-আলমারিতে পরম যত্নে একটা করে বেনারসি আজও বোধহয় রাখা আছে৷ তবে বাঙালির এত প্রিয় সদস্যটির ঘর কিন্তু বাঙলায় নয়৷ সে সূদুর উত্তর প্রদেশ, বেনারসের বাসিন্দা৷
advertisement
4/12
কাঞ্জিভরমতামিলনাড়ুর এই শাড়ি বিয়ে বা অনুষ্ঠানে পড়ার জন্য মহিলাদের বড় প্রিয়৷ চওড়া কনট্রাস্ট পাড়, ফুল বা মন্দিরের নকশায় এই শাড়ি অনন্য৷
advertisement
5/12
সম্বলপুরিএই শাড়ি জুড়ে রয়েছে শিল্পের জাদু৷ তাঁতিতের পরিশ্রম, লাল-কাল-সাদা রঙের মিশ্রণে তৈরি হয়, শঙ্খ, চক্র, জগন্নাথের মোটিভ৷
advertisement
6/12
চান্দেরিমধ্যপ্রদেশের এই শাড়ি তাঁর অসাধারণ রঙের জন্য বিখ্যাত৷ তাছাড়াও শাড়ির জমি জুড়ে সূক্ষ জটিল নকশা মহিলাদের কাছে অন্যতম প্রিয় শাড়িতে পরিণত করেছে৷
advertisement
7/12
জামদানিবাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় এই শাড়ির পথ চলা৷ সোনা ও মসলিন কাপড়ে বোনার গর্ব রয়েছে এই শাড়ির ইতিহাসে৷ এই শাড়ির বুনন, হালকা রঙ একে রাজকীয় গোত্রের করে তুলেছে৷
advertisement
8/12
গাদওয়াল শাড়িদক্ষিণের তেলেঙ্গানা এই শাড়ি বুননের জন্য বিখ্যাত৷ রেশমের বুননে ফুটে ওঠে তাঁতিদের হাতের জাদু, পরিশ্রম৷
advertisement
9/12
চিকনকারিআবার সেই উত্তর প্রদেশ৷ বেনারসির মতো এই শাড়ির খ্যাতিও বর্তমানে ভারত খ্যাত৷ আগেকার দিনে বাঙলায় এই শাড়ির চল ঘরে-ঘরে ছিল না৷ তবে ধীরে ধীরে সাদার উপর সাদার অসাধারণ নকশা, সুক্ষ টেক্সচার একে বাঙলার প্রিয় শাড়ি করে তুলেছে৷
advertisement
10/12
তাঁতবাংলার গর্ব৷ বিয়ে হোক বা যে কোনও সাড়ি এর কোনও বিকল্প নেই৷ বুননের প্রকৃতি ও নকশার উপর বিত্তি করে পশ্চিমবঙ্গে তাঁতের প্রকারও কম নেই৷
advertisement
11/12
কোটা সিল্কএর অসাধারণ বুনন ও নকশা একে অসাধারণ করে তুলেছে৷ এর হালকা ওজনের ফলে একে বেশ আরামদায়ক করে তুলেছে
advertisement
12/12
মুগা সিল্কঅসমের এই শাড়ি উজ্জ্বল সোনালি রঙের জন্য বিখ্যাত৷ এর উজ্জ্বল রঙ, উন্নত মানের রেসম ভারতের গর্ব করে তুলেছে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Saree: আলমারি জুড়ে হাজারও শাড়ি, জানেন কি সব নাম? রইল ভারতের ১০ বিখ্যাত শাড়ির পরিচয়, জেনে নিন শাড়ি-কথা