Sapiosexual: এই সব বিষয় কি আপনাকে যৌন মিলনের সমান আনন্দ দেয়? আপনি স্যাপিওসেক্সুয়াল নয় তো? জানুন চিকিৎসকের মত
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Piya Gupta
Last Updated:
Sapiosexual: সম্প্রতি স্যাপিওসেক্সুয়াল কথাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি নিজেও এমন নয় তো? এই সব লক্ষণ দেখে নিজেই চিনুন!
advertisement
1/11

বর্তমানে কখন কে কার প্রেমে পড়বে তা বলা মুশকিল। আমাদের প্রেমে পড়ার বা কারওপ্রতি আকৃষ্ট হওয়ার প্রধান কারণ কী? এ প্রশ্নের উত্তরে অনেকে বলবেন চেহারা বা বাহ্যিক সৌন্দর্যের কথা। আবার অনেকে বলবেন আকর্ষণীয় ব্যক্তিত্ব কিংবা অর্থনৈতিক অবস্থান । photo source collected
advertisement
2/11
এমন অনেকেই রয়েছেন যারা শারীরিক সৌন্দর্য নয়, বরং বুদ্ধিমত্তা দেখেই অপর ব্যক্তির প্রেমে পড়েন। বিজ্ঞানের ভাষায় সে সমস্ত ব্যক্তি হল স্যাপিওসেক্সুয়াল ।photo source collected
advertisement
3/11
এ ব্যাপারে মনোবিদ ড: রঞ্জন দাস জানান, সম্প্রতি সময় স্যাপিওসেক্সুয়াল কথাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে বেশ ট্রেন্ডে রয়েছে স্যাপিওসেক্সুয়াল শব্দটি।photo source collected
advertisement
4/11
আসলেই কি মানুষ স্যাপিওসেক্সুয়ালহয়? ড: রঞ্জন দাস জানান, আমাদের চারপাশে যত মানুষ নিজেদের স্যাপিওসেক্স্যুয়াল দাবি করেন তারা সকলেই হয়ত নয়।photo source collected
advertisement
5/11
সমাজের কিছু মানুষ প্রকৃতপক্ষে রয়েছে যারা বিপরীত লিঙ্গের শরীর কিংবা পকেটের পরিধি নয় তাদের বুদ্ধিবৃত্তিকে প্রাধান্য দিয়ে থাকে। বুদ্ধিমান হলেই যে একটি মানুষকে আপনার পছন্দ হবে তা কিন্তু সবার ক্ষেত্রে নয়।photo source collected
advertisement
6/11
বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে ,স্যাপিওসেক্সুয়ালরা সাধারণত এমন কাউকে সঙ্গী হিসেবে চায়, যাদের আইকিউ টেস্টের ভিত্তিতে বুদ্ধিবৃত্তি ৯০ শতাংশের আশেপাশে।photo source collected
advertisement
7/11
স্যাপিওসেক্সুয়ালরা কখনোই হুট করে প্রেমে পড়েন না। কীভাবে বুঝবেন আপনি একজন স্যাপিও সেক্সুয়াল?photo source collected
advertisement
8/11
এ ব্যাপারে ড: রঞ্জন দাস জানান, এই প্রশ্নটা ভীষণ জটিল একটি প্রশ্ন। খুব সহজেএর উত্তর দেওয়া সম্ভব নয়। তবে সঙ্গীর মধ্যে কিছু বৈশিষ্ট্য দেখলে আপনি কিছুটা বুঝতে পারবেনphoto source collected
advertisement
9/11
১) প্রথমত আপনি কারো চেহারা দেখেই তার সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছে যান না বরং তার সঙ্গে কথা বলে ভালমন্দ বুঝে নিতে পছন্দ করেন। ২) সঙ্গী কে আপনি যত বেশি জানতে পারেন তার প্রতি আপনার আকর্ষণ তত বেশি বৃদ্ধি পায়। আপনার সঙ্গীর সকল কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সঙ্গীর কাছ থেকেও আপনি এমনটা আশা করেন।photo source collected
advertisement
10/11
৩) তুচ্ছ বিষয় নিয়ে কথা বলতে আপনি অপছন্দ করেন। আপনি রসিক কিন্তু সস্তা রসিকতা আপনাকে আকৃষ্ট করে না। আপনি এমন রস বোধে প্রত্যাশী যার মধ্যে যথেষ্ট গভীরতা রয়েছে।photo source collected
advertisement
11/11
৪) আপনি সঙ্গীর সাথে বিতর্ক করতে পছন্দ করেন। রাজনীতি, ধর্ম ,দর্শন, খেলাধুলো, বিনোদন প্রভৃতি বিষয় সঙ্গীর সঙ্গে আলোচনা আপনাকে যৌন মিলনের সমতুল্য আনন্দ দেয়। তাই আপনিও যদি এরকম স্যাপিওসেক্সুয়ালদের প্রেমে পড়ে থাকেন তবে এই বিষয় গুলি মাথায় রাখুন। (তথ্য: পিয়া গুপ্তা)photo source collected
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sapiosexual: এই সব বিষয় কি আপনাকে যৌন মিলনের সমান আনন্দ দেয়? আপনি স্যাপিওসেক্সুয়াল নয় তো? জানুন চিকিৎসকের মত