Sandakphu Snowfall: গাছের পাতা থেকে পাকদণ্ডী ঢেকেছে পুরু বরফের চাদরে! দেখুন তুষারসুন্দরী সান্দাকফুর অ্যালবাম
- Reported by:ANIRBAN ROY
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Sandakphu Snowfall: পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পয়েন্ট হল সান্দাকফু। বুধবার ও বৃহস্পতিবার তুষারপাতের পর অদ্ভুত সুন্দর লাগছে জায়গাটি।
advertisement
1/5

পুরু বরফের চাদরে ঢেকে গিয়েছে সান্দাকফু। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে কোথাও কোথাও প্রায় সাড়ে তিন ফুট পর্যন্ত বরফের আস্তারণে ঢেকে গিয়েছে সান্দাকফুর রাস্তা।
advertisement
2/5
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পয়েন্ট হল সান্দাকফু। সিঙ্গলিলা জাতীয় উদ্যানের পাশ দিয়ে এগিয়ে যাওয়া সান্দাকফুর পথে গোটা রাস্তা জুড়ে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা-সহ হোটা স্লিপিং বুদ্ধা।
advertisement
3/5
সেই অভিরাম নৈস্বর্গিক শোভার টানে প্রচুর পর্যটক ও ট্রেকার সান্দাকফু-ফালুটে যান। কিন্তু আচমকা এই তুষারপাতের জেরে বন্ধ হয়ে গিয়েছে সান্দাকফু-ফালুটের রাস্তা।
advertisement
4/5
সামনেই দোল ও হোলির ছুটি রয়েছে। এই সময়ে ট্রেকার ও পর্যটকদের ভিড় আরও বাড়ার সম্ভাবনা ছিল সান্দাকফু, ফালুটের পথে। কিন্তু এমন প্রতিকূল আবহাওয়ার কারণে পর্যটকের সংখ্যা তুলনায় অনেকটা কমে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
advertisement
5/5
আবহাওয়ার যা পূর্বাভাস, তাতে আরও শ্বেতশুভ্র হয়ে উঠবে সান্দাকফু। আবহাওয়া দফতরের সিকিমের কেন্দ্রীয় অধিকর্তা গোপীনাথ রাহার বক্তব্য, 'পরিস্থিতি যা তাতে আগামী ২৪ ঘণ্টায় সান্দাকফু সহ বেশ কয়েকটি এলাকায় তুষারপাত হতে পারে। একইসঙ্গে বিচ্ছিন্নভাবে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে।'
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sandakphu Snowfall: গাছের পাতা থেকে পাকদণ্ডী ঢেকেছে পুরু বরফের চাদরে! দেখুন তুষারসুন্দরী সান্দাকফুর অ্যালবাম