Room Cooling Tips: ফ্যান, এসি, কুলার কিচ্ছু লাগবে না! মাত্র ৩০০ টাকা খরচে এই কাজ করুন! গরমেও কনকনে ঠান্ডা হবে ঘর!
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Room Cooling Tips: অবাক হচ্ছেন তো? কিন্তু বিষয়টা পুরোপুরি সত্যি। বহু মানুষ এই উপায় কাজে লাগিয়েছেন! জানলে অবাক হবেন
advertisement
1/7

তীব্র গরমে ঘর ঠান্ডা হবে মাত্র ৩০০-৪০০ টাকা খরচ করেই! শুনতে অবাক লাগলেও খুব সহজ উপায়ে ঘরের তাপমাত্রা কমিয়ে ঘর ঠান্ডা করতে জানতে হবে এই নিয়ম! photo source collected
advertisement
2/7
প্রচন্ড গরমে প্রায় সবার অবস্থাই শোচনীয়। চড়া রোদের কারণে ঘরে টেকা দায় হয়ে পড়ছে। কারণ ছাদ তেতে থাকছে রাতেও। প্রখর রোদের কারণে ছাদ গরম হয়। এরপর ছাদ থেকে ঘরও গরম হতে শুরু করে। এসি লাগিয়েও ঘর ঠান্ডা করতে অনেক বেগ পেতে হয়। তবে একটা কাজ করলেই কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।photo source collected
advertisement
3/7
তার জন্য বেশি খরচ করতে হবে না। আনুমানিক ৩০০-৪০০ টাকা খরচ করলেই মিলবে সুরাহা।photo source collected
advertisement
4/7
ছাদের তাপমাত্রা কম করার একটি কার্যকরী পদ্ধতি হল রিফ্লেকটিভ রুফ সারফেস। জানতে হবে রিফ্লেকটিভ রুফ সারফেস পদ্ধতি ব্যবহার করার কিছু নিয়ম। ইতিমধ্যেই বাড়ির ছাদে এই পদ্ধতি ব্যবহার করে বহু মানুষ এই গরমে ঘরকে একে বারে ঠান্ডা ঠান্ডা কুলকুল করে ফেলেছেন!photo source collected
advertisement
5/7
এর জন্য ছাদের মেঝেকে রং করে দিতে হবে। এতে ছাদের কোনোরকম ক্ষতি হবে না, বরং ছাদের টেকসই বেড়ে যাবে। তার জন্য লাগবে অল্প কিছু উপকরণ। হোয়াইট সিমেন্ট, চুন, ফেভিকল। এর জন্য প্রথমে ছাদ পরিষ্কার করে তার মধ্যে হোয়াইট সিমেন্ট, চুন, ফেভিকল মিশিয়ে তা গুলিয়ে তা ছাদে লাগাতে হবে।photo source collected
advertisement
6/7
শুকিয়ে যাওয়ার পরে বিকেলে হালকা জলের ছিটে দিয়ে দিতে হবে। তাতে মিশ্রণটা মেঝেতে ধরে যাবে। এর ফলে ছাদের নিচের তলার ঘর বেশি গরম হবে না।photo source collected
advertisement
7/7
রোদে আলো, তাপ দুটোই আছে, তাকে সাদা আলো দিয়ে রিভার্স করিয়ে দেওয়া হচ্ছে। ছাদ সাদা করে দেওয়ার ফলে তাপমাত্রা আসছে, রিভার্স হয়ে বেরিয়ে যাচ্ছে। তার ফলে ছাদে সেই তাপমাত্রা পুরোপুরি যাচ্ছে না।খুব কম খরচে বাড়ির তাপমাত্রা বাইরের তাপমাত্রার থেকে বেশ কয়েক ডিগ্রি কমাতে পারবেন। এমনকি এসি চালানোরও প্রয়োজন নাও হতে পারে! (তথ্য: রাকেশ মাইতি)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Room Cooling Tips: ফ্যান, এসি, কুলার কিচ্ছু লাগবে না! মাত্র ৩০০ টাকা খরচে এই কাজ করুন! গরমেও কনকনে ঠান্ডা হবে ঘর!