RoofTop Gardening Tips: ১ মুঠো জাস্ট মাটিতে মেশান! আপনার ছাদবাগানেই ফুটবে সবরকম ফুল! ফলবে রসে টইটম্বুর ফল
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Written by:Bangla Digital Desk
Last Updated:
RoofTop Gardening Tips:ফুলের বাগান করতে গেলে পর্যাপ্ত পরিমাণ জায়গা না আপনি নিজেই আপনার নিজের ছাদে তৈরি করে নিতে পারবেন মনের মত ফুল গাছের ছাদ বাগান তাহলে জেনে নিন কিভাবে করবেন।
advertisement
1/6

আমরা সবাই গাছ ও ফুল দুটো সমান ভাবে ভালোবাসি। ফুলকে ভালোবাসে না এমন মানুষ আশা করি পাওয়া যাবে না। ফুল শুধু মাত্র সৌন্দর্য দিয়ে মুগ্ধ করে না, তার সাথে আমাদের মনকেও শান্তি দেয় । আর সেই ভালোবাসার ফুল যদি হয় নিজের হাতে লাগানো তাহলে তো কথাই নেই।
advertisement
2/6
তাই আমাদের ইচ্ছা যদি একটি ছোট্ট বাগান থাকে কিন্তু সবার ক্ষেত্রে জায়গা না থাকার জন্য বাগান করার স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। চোখের সামনে দিয়ে যখন বিভিন্ন ধর্মে ফুল গাছের চারা চোখের সামনে দিয়ে যখন চলে যায় তখন মনটা আনচান করে। যদি এই গাছগুলি আমার বাগানে হতো ।
advertisement
3/6
ফুলের বাগান করতে গেলে পর্যাপ্ত পরিমাণ জায়গা না আপনি নিজেই আপনার নিজের ছাদে তৈরি করে নিতে পারবেন মনের মত ফুল গাছের ছাদ বাগান তাহলে জেনে নিন কিভাবে করবেন।
advertisement
4/6
তবে আপনাকে প্রথমে একটি রোদ্র উজ্জ্বল জায়গা নিবার্চন করতে হবে। সেটা ছাদ কিংবা আপনার প্রিয় ব্যালকনিও হতে পারে। একটু খেয়াল রাখতে হবে সেটা যেন অতিরিক্ত রোদ না আসে এবং সকাল বেলার রোদটা যেন থাকে, কারণ সেটা গাছের জন্য খুব জরুরী।
advertisement
5/6
ফুল গাছের জন্য বেশি বড় টবের প্রয়োজন হবে না। ফুল গাছের জন্য ১০-২০ সেঃ মিঃ বা মাঝারি আকারের টব নিলেই চলবে।সবচেয়ে উত্তম মাটি হল দোঁ-আঁশ মাটি। দোঁ-আঁশ মাটিতেই ফুল বা ফলের গাছ সব চেয়ে ভালো হয়। গাছ লাগানোর আগে মাটিতে গোবর সার দিতে হবে।
advertisement
6/6
গাছ লাগানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল চারা গাছ বাছাই করা। আপনি নার্সারি কিংবা ফুল গাছ বিক্রেতার কাছ থেকে কিনে নিতে হবে। গাছে নিয়মিত জল দিতে হবে। তার পাশাপাশি গাছের সার দিতে হবে একটু ভেবেচিন্তে বেশি দিলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে। গাছে যদি কোনো পোকা মাকরের উপদ্রব হয় তাহলে আক্রান্ত পাতা, ফুল বা ডাল কেটে ফেলতে হবে আজ থেকেই শুরু করে ফেলুন আপনার বাড়িতে ছোট্ট একটি বাগান।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
RoofTop Gardening Tips: ১ মুঠো জাস্ট মাটিতে মেশান! আপনার ছাদবাগানেই ফুটবে সবরকম ফুল! ফলবে রসে টইটম্বুর ফল