TRENDING:

ঝাঁঝাঁ পোড়া গরমে নাভিশ্বাস...? মাত্র '৫০০ টাকা' খরচ করে ছাদে লাগান এই 'জিনিস', এসি ছাড়াই ঘর হবে কুলু-কাশ্মীর!

Last Updated:
Roof: জানেন কি মাত্র ৫০০ থেকে ৭০০ টাকা খরচ করলেই ঘর থাকবে একদম ঠান্ডা। কিন্তু কীভাবে? চলুন জেনে নিই ঘর ম্যাজিকের মতো ঠান্ডা করে ফেলার এই ছোট্ট সমাধান।
advertisement
1/12
ঝাঁঝাঁ পোড়া গরমে নাভিশ্বাস? '৫০০ টাকা' খরচ করে ছাদে লাগান এই 'জিনিস'! ঘর হবে কুলু-কাশ্মীর
চাঁদিফাটা গরম শুরু হয়ে গিয়েছে। প্রচণ্ড দাবদাহে প্রাণ ওষ্ঠাগত হওয়ার জোগাড়। ঘণ্টার পর ঘন্টা এসি চালিয়ে এদিকে বিদ্যুৎ বিল ছ্যাঁকা ধরাচ্ছে।
advertisement
2/12
আবার সবার পক্ষে এসি কেনার সামর্থও নেই। তাই গরমে হাঁসফাঁস হাল। সবে চৈত্রমাস, বাকি এখনও বৈশাখ-জৈষ্ঠ্য। কী করে আগামী দু' মাস গরমে টিকবেন বুঝতে পারছে না তো?
advertisement
3/12
কিন্তু জানেন কী এরকম পরিস্থিতিতে শুধু একটু বুদ্ধি খাটালেই ঘর থাকবে বরফ ঠান্ডা। আবার খরচও বাড়বে না। সামান্য খরচেই স্বস্তি পেতে পারেন এই গরমে যদি করে ফেলেন এই কাজটি।
advertisement
4/12
আমরা দেখেছি গরমের দিনে বাড়ির ছাদ সরাসরি সূর্যের তাপে প্রচণ্ড উত্তপ্ত হয়ে যায়। সেই গরম ধীরে ধীরে ছাদ থেকে ঘরের ভিতর প্রবেশ করে। ফলে ঘরে থাকা কার্যত দুর্বিষহ হয়ে পড়ে।
advertisement
5/12
তবে জানেন কি মাত্র ৫০০ থেকে ৭০০ টাকা খরচ করলেই ঘর থাকবে একদম ঠান্ডা। কিন্তু কীভাবে? চলুন জেনে নিই ঘর ম্যাজিকের মতো ঠান্ডা করে ফেলার এই ছোট্ট সমাধান।
advertisement
6/12
কীভাবে ছাদ ঠান্ডা রাখা যায়?বিশেষজ্ঞরা দাবি করছে, ছাদের তাপমাত্রা কমানোর জন্য রিফ্লেক্টিভ রুফ সারফেস পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। এটি ছাদের উপর একটি প্রতিফলিত স্তর তৈরি করে, যা সূর্যালোকের বেশিরভাগ অংশটাই শোষণ করে নেয়।
advertisement
7/12
এর ফলে ছাদ অতিরিক্ত গরম হয় না এবং তলার ঘরগুলি খুব সহজেই ঠান্ডা থাকে। আর এর জন্য দরকার বিশেষ এক মিশ্রণ, যার উপকরণগুলিও খুব সহজে বাজার থেকে কিনতে পাওয়া যায়।
advertisement
8/12
কী কী উপকরণ লাগবে?এক্ষেত্রে আপনার ছাদের আকারের উপর নির্ভর করবে জিনিসের পরিমাণ। তবে সাধারণত একটি ঘরের ছাদের জন্য ৫ কেজি কলিচুন, ১.৫ কেজি হোয়াইট সিমেন্ট, ১.৫ লিটার লিকুইড ফেভিকল এবং ১ কেজি জিঙ্ক অক্সাইড লাগে। আর এই সমস্ত উপকরণ কেনার জন্য মাত্র ৫০০ থেকে ৭০০ টাকা খরচ হবে।
advertisement
9/12
কীভাবে প্রস্তুত করবেন বিশেষ এই মিশ্রণ?এই মিশ্রণ বানাতে আগেরদিন রাতে চুন জলে ভিজিয়ে রাখুন। খেয়াল করবেন, যাতে এটি সিলভারের বালতি বা খালি ট্রেতে রাখা যায়। পরের দিন ভোরবেলা সূর্য ওঠার আগেই সব উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে নিন।
advertisement
10/12
এরপর ঘন একটি তরল তৈরি করুন। এরপর ছাদে মিশ্রণটি ঢেলে ঝাঁটা দিয়ে ছড়িয়ে দিন। যখন ছাদ শুকিয়ে যাবে, তখন বিকালের দিকে হালকা জল ছিটিয়ে দিন, যাতে মিশ্রণটি আরও শক্তভাবে ছাদের সঙ্গে বসে যায়।
advertisement
11/12
কী কী উপকার পাবেন?একবার যদি এই পদ্ধতি অবলম্বন করেন, তাহলে ছাদ কম গরম শোষণ করবে। ফলে ঘর থাকবে ঠান্ডা। এর জন্য এসির উপরেও নির্ভর করতে হবে না এবং বিদ্যুতের খরচ কমবে।
advertisement
12/12
সবথেকে বড় ব্যাপার, এতে ছাদের কোনও ক্ষতি হয় না। বরং ছাদ হয়ে ওঠে আরও টেঁকসই। আর এই মিশ্রণ একবার লাগালেই কয়েক মাস কার্যকর থাকে। তাই মাত্র ৫০০ থেকে ৭০০ টাকা খরচ করে সহজ পদ্ধতি একবার প্রয়োগ করলেই এই ভয়ঙ্কর গরমে আপনার ঘর থাকবে এসির মত ঠান্ডা।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
ঝাঁঝাঁ পোড়া গরমে নাভিশ্বাস...? মাত্র '৫০০ টাকা' খরচ করে ছাদে লাগান এই 'জিনিস', এসি ছাড়াই ঘর হবে কুলু-কাশ্মীর!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল