Not Brushing Teeth During One Month: একমাস দাঁত না মাজলে কী হতে পারে? সঠিক কারণ জানলে উড়ে যাবে রাতের ঘুম
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Not Brushing Teeth During One Month: তাই রোজ দাঁত না মাজলে দাঁত ক্ষণিকের অতিথি হয়ে ওঠে জীবনে, এই ব্যাকটেরিয়া শুরু দাঁতে ক্যাভেটি বা খতের সৃষ্টি করে তাই নয়, মাড়িও দুর্বল করে
advertisement
1/11

প্রতিদিন দাঁত মাজতে হয়, মুখ ধুতে হয়, এটি প্রাথমিক কাজ দিনের ৷ এটি শুধুই নিয়মই এটি দিন ভালভাবে শুরু করার অন্যতম মন্ত্র ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
বহু মানুষ আছেন যাঁরা দাঁত মাজতে মাজন বা পেস্ট ব্যবহার করেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
প্রতিদিন স্নান না করলেও যাঁরা সকালে ব্রাশ করেন করাটা জরুরি ৷ কিন্তু অনেকেই আছেন যাঁরা ব্রাশ করতে চাননি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
প্রতিদিন ব্রাশ না করলে যে যে বড়সড় সমস্যার মুখোমুখি হতে হয়, একমাস ধরে দাঁত না মাজলে সুন্দর দাঁতগুলির যে অবস্থা হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
একমাস দাঁত না মাজলে মুখে দুর্গন্ধ (Smell) হয় ৷ মুখে দুর্গন্ধ হলে আসে পাশের মানুষদের জন্য তা অত্যন্ত ক্ষতিকারক হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
তাঁদের সুস্থ ও স্বাভাবিক জীবনের ক্ষেত্রে বড়সড় বাধা হয়ে দাঁড়ায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
যদি কোনও মানুষ একমাস পর্যন্ত দাঁত না মাজেন সেক্ষেত্রে ৷ তাঁদের মধ্যে নোংরার এক কঠিন স্তর পড়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
তখন ব্রাশ করলেও সমস্যার সমাধান হবেনা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে ৷ দীর্ঘদিন দাঁত না মাজলে ধূসর রঙের হয়ে যেতে পারে দাঁত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
একমাস দাঁত না মাজলে সারা মুখে ব্যাকটেরিয়ার বাস হয়ে যায় ৷ প্রথমেই ৭০০ রকমের প্রায় ৬০ লক্ষ ব্যাকটেরিয়া থাকে ৷ ব্রাশ করলেই তা কয়েগুণ বেড়ে যায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
এই ব্যাকটেরিয়া শুরু দাঁতে ক্যাভেটি বা খতের সৃষ্টি করে তাই নয়, মাড়িও দুর্বল করে ৷ কোনও খাওয়া দাওয়া না করলেও জ্বলন সৃষ্টি হয় ৷ ফলত কোনও কিছু খেতে গেলেই সমস্যার সম্মুখীন হতে হয় ৷ নিশ্বাসে দুর্গন্ধ জন্মায় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
এরপরেই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ার ক্ষমতা শেষ হয়ে যায় ৷ ফলত পড়তে থাকে দাঁত ৷ এমন ভাবেই দাঁত ভঙ্গুর হয়ে যায় যে নিজে থেকেই পড়তে থাকে ৷ তাই রোজ দাঁত না মাজলে দাঁত ক্ষণিকের অতিথি হয়ে ওঠে জীবনে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Not Brushing Teeth During One Month: একমাস দাঁত না মাজলে কী হতে পারে? সঠিক কারণ জানলে উড়ে যাবে রাতের ঘুম