Restless Leg Syndrome: রেস্টলেস লেগস সিনড্রোমের সমস্যা হয়নি তো? কী করে বুঝবেন? সাবধান না হলে বড় বিপদ
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Restless Leg Syndrome: রেস্টলেস লেগস সিনড্রোমের সমস্যা হলে শরীরে কী কী লক্ষণ দেখা যায়? এর চিকিৎসাই বা কী? জানুন চিকিৎসকের মত
advertisement
1/7

রেস্টলেস লেগস সিনড্রোম একটি স্নায়বিক সমস্যা যা মস্তিষ্ককের কাজকে প্রভাবিত করে। এবং পায়ে একটি অস্বস্তিকর অনুভূতি সৃষ্টি করে।
advertisement
2/7
ভিটামিন-B, C, D এবং E এর অভাব দৃঢ়ভাবে রেস্টলেস লেগস সিনড্রোমের সঙ্গে জড়িত। এই সমস্যা ঘুমের চক্রকে ব্যাহত করে অনেকটা।
advertisement
3/7
অভিজ্ঞ স্নায়ুরোগ চিকিৎসক রাজীব সরকার জানান, এই সিন্ড্রোম নিরাময় করা যায় না। তবে চিকিৎসার মাধ্যমে এই সমস্যাকে মোকাবেলা করা অনেকটা সহজ করা যেতে পারে।
advertisement
4/7
এই সিন্ড্রোমের লক্ষণগুলি সাধারণত বিকেলে বা সন্ধ্যার দিকে শুরু হয়ে থাকে। এবং রাতে আরও খারাপ পরিস্থিতি তৈরি হয়ে থাকে।
advertisement
5/7
ভিটামিন-B12 এবং B6 সমৃদ্ধ খাবার গুলি হল ডিম, মাছ এবং ফাইবার সমৃদ্ধ শাকসবজি। এগুলি এই সিনড্রোমের উপসর্গগুলি উপশম করে।
advertisement
6/7
ভিটামিন-D অভাব থাকলে ডোপামিনের কার্যকারিতা ব্যাহত হয় ফলে এই সিন্ড্রোম দেখা দেয়। এই ভিটামিন গ্রহণ এই সিন্ড্রোম নিয়ন্ত্রণ করে।
advertisement
7/7
দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের এই সিন্ড্রোমের ঝুঁকি বেশি থাকে। ফলে ভিটামিন-C এবং ভিটামিন-E যুক্ত খাবার খাওয়া এই সিন্ড্রোমের হাত থেকে রক্ষা করতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Restless Leg Syndrome: রেস্টলেস লেগস সিনড্রোমের সমস্যা হয়নি তো? কী করে বুঝবেন? সাবধান না হলে বড় বিপদ