TRENDING:

Remove Sun Tan Instantly: রোদে তেতেপুড়ে মুখ-হাত-পায়ে কালো দাগ-ছোপ? দামি কসমেটিক্স আর নয়, এই ঘরোয়া উপায়ে 'সান-ট্যান' দূর হবে নিমেষে, খরচ ১০ টাকা

Last Updated:
সান ট্যান দূর করতে অনেকেই নামীদামি কসমেটিক্স ব্যবহার করেন কিংবা স্যালোঁতে খরচা করেন গাদাগাদা টাকা। কিন্তু মাথায় রাখবেন, সব কসমেটিক্সেই কেমিক্যাল থাকে। তার চেয়ে বরং ঘরোয়া উপায়ে ট্যান দূর করুন নিমেষে, খরচ নামমাত্র, জেনে নিন পদ্ধতি--
advertisement
1/9
রোদে পুড়ে মুখ-হাতে কালো দাগ-ছোপ?এই ঘরোয়া উপায়ে 'ট্যান' পালাবে নিমেষে, খরচ ১০টাকা
দু'দিন বৃষ্টিতে আবহাওয়া খানিক ঠান্ডা হলেও, ফের শুরু হয়েছে সূর্যের স্নেহবর্ষণ। সকাল থেকেই গনগনে রোদ। বেলকা বাড়তেই বাড়ির বাইরে টেকা দায়। যেন আগুন জ্বলছে চারপাশে। তীব্র দাবদাহে ত্বক বেচারা জ্বলে-পুড়ে একশা! মুখ-হাত-পায়ে কালো-কালো দাগছোপ। সান ট্যান দূর করতে অনেকেই নামীদামি কসমেটিক্স ব্যবহার করেন কিংবা স্যালোঁতে খরচা করেন গাদাগাদা টাকা। কিন্তু মাথায় রাখবেন, সব কসমেটিক্সেই কেমিক্যাল থাকে। তার চেয়ে বরং ঘরোয়া উপায়ে ট্যান দূর করুন নিমেষে, খরচ নামমাত্র, জেনে নিন পদ্ধতি--
advertisement
2/9
লেবুর রস-- একটা পাতিলেবু অর্ধেক কেটে ত্বকের রোদে পোড়া অংশে ঘষে নিন। ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ট্যান দূর হয়ে যাবে।
advertisement
3/9
শসার রস, পাতিলেবুর রস ও গোলাপজল-- এই তিনটি উপাদান ১ টেবিল চামচ করে নিয়ে মিশিয়ে নিন। তারপর ত্বকের রোদে পোড়া অংশে লাগান। কিছুক্ষণ রেখে ধুয়ে ফেলুন। দেখবেন, ট্যান গায়েব
advertisement
4/9
বেসন আর হলুদ--২ টেবিল চামচ বেসনের সঙ্গে সামান্য হলুদ, অল্প দুধ ও এক টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে রোদে পোড়া অংশে লাগান। ১৫-২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখবেন ট্যান আর নেই।
advertisement
5/9
মুসুর ডাল, টোম্যাটো, অ্যালো ভেরা-- এক টেবিল চামচ মুসুর ডাল জলে ভিজিয়ে রেখে বেটে নিন। এরমধ্যে এক টেবিল চামচ অ্যালো ভেরার রস আর ১ টেবিল চামচ টোম্যাটোর রস মেশান। রোদে পোড়া অংশে এই মিশ্রণ লাগিয়ে রাখুন ৩০ মিনিট, তারপর ধুয়ে ফেলুন। দেখবেন ট্যান আর নেই।
advertisement
6/9
পাকা পেঁপে আর মধু-- অর্ধেক কাপ পাকা পেঁপে চটকে নিন, সঙ্গে মেশান ১ টেবিল চামচ মধু। রোদে পোড়া অংশে এই মিশ্রণ ৩০ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।
advertisement
7/9
দই আর টোম্যাটো--১ টেবিল চামচ দই আর ১ টেবিল চামচ টোম্যাটোর রস মিশিয়ে রোদে পোড়া অংশে লাগান। আধ ঘণ্টা রেখে ধুয়ে ফেলুন।
advertisement
8/9
হলুদ আর দুধ-- এই দুই উপকরণ মিশিয়ে রোদে পোড়া অংশে লাগান, শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
advertisement
9/9
চন্দনবাটা-- রোজ রাতে চন্দনবাটা মেখে ঘুমান, সকালে ধুয়ে ফেলবেন। ট্যান পালানোর পথ পাবে না, ট্যান পড়বেও কম।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Remove Sun Tan Instantly: রোদে তেতেপুড়ে মুখ-হাত-পায়ে কালো দাগ-ছোপ? দামি কসমেটিক্স আর নয়, এই ঘরোয়া উপায়ে 'সান-ট্যান' দূর হবে নিমেষে, খরচ ১০ টাকা
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল