Friends With Benefits: ঘনিষ্ঠ বন্ধু হতেই পারেন শয্যাসঙ্গী, শুধু পদক্ষেপের আগে এই বিষয়গুলো ভুলবেন না!
- Published by:Raima Chakraborty
Last Updated:
ঘনিষ্ঠ বন্ধুর প্রতি শারীরিক দুর্বলতা থাকা অস্বাভাবিক কিছু নয়, মানসিক অন্তরঙ্গতা এর পথ প্রশস্ত করে (Friends With Benefits)।
advertisement
1/7

ইংরেজিতে বলে ফ্রেন্ডস উইথ বেনেফিটস! বন্ধুদের কাছ থেকে কোনও না কোনও ভাবে আমরা সকলেই উপকৃত হই, তবে এখানে বেনেফিট বলতে কেবল যৌন আনন্দের কথাই বোঝানো হচ্ছে! ঘনিষ্ঠ বন্ধুর প্রতি শারীরিক দুর্বলতা থাকা অস্বাভাবিক কিছু নয়, মানসিক অন্তরঙ্গতা এর পথ প্রশস্ত করে। এক্ষেত্রে যদি দু'জনের মধ্যেই সমান ভাবে যৌন আকর্ষণ থাকে, সব চেয়ে বড় কথা সম্মতি থাকে শারীরিক অন্তরঙ্গতায়, তাহলে এগোনো যেতে পারে! কিন্তু তার আগে কয়েকটা কথা ভালো করে ভেবে না নিলেই নয়!
advertisement
2/7
১. সম্পর্কটা থেকে প্রত্যাশা কী, সেই বিষয়ে পরস্পরের কাছে স্বচ্ছ থাকতে হবে। এক্ষেত্রে দুই পক্ষ স্রেফ বন্ধু থেকেও যৌনতায় প্রবৃত্ত হবেন না কি এখান থেকে নিজেদের সম্পর্কের পরের ধাপে নিয়ে যাবেন, তা আগে থেকেই ভেবে রাখা দরকার!
advertisement
3/7
২. আচমকা যদি একজনের যৌন সম্পর্কে আগ্রহ না থাকে, তাহলে বিষয়টা স্বাভাবিক ভাবে নিতে হবে- এটা যেন মাথায় থাকে!
advertisement
4/7
৩. যৌন সম্পর্কের মানে একজন মানুষের সব অধিকার পাওয়া নয়। তাই বন্ধু যদি অন্য কারও সঙ্গে ডেট করেন, ঈর্ষাণ্বিত হওয়া চলবে না। এক্ষেত্রে অশান্তি বাধানো যাবে না, এটা মনে রাখতে হবে।
advertisement
5/7
৪. হতেই পারে একজন যৌন সম্পর্কের পরে অন্যকে ভালোবেসে ফেললেন, এবার আরেকজনের যদি ভালোবাসতে ইচ্ছা না হয়, সম্পর্কে জড়াতে ইচ্ছা না হয়, সেক্ষেত্রে কী হবে, সেটা ভুললে চলবে না।
advertisement
6/7
৫. ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে যৌন সম্পর্কে যদি কোনও সমস্যা হয়, সেটা সামলানোর মতো মনের জোর আছে কি না, এটা ভেবে নিয়ে এগোনো উচিত।
advertisement
7/7
৬. সব শেষে মাথায় রাখতে হবে যে এই সম্পর্ক অন্যের অস্বস্তির কারণ হতে পারে, তাই অন্য বন্ধুদের এই নিয়ে ঘুণাক্ষরেও কিছু জানতে দেওয়া যাবে না, সম্পর্ককে গোপন রাখতে হবে। এই নিয়ে যদি কোনও অস্বস্তি না থাকে, গোপনীয়তা রক্ষার সামর্থ্য যদি থাকে, তবেই বাকি সব কিছু বিবেচনা করে দেখতে হবে! (সব ছবি প্রতীকী)
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Friends With Benefits: ঘনিষ্ঠ বন্ধু হতেই পারেন শয্যাসঙ্গী, শুধু পদক্ষেপের আগে এই বিষয়গুলো ভুলবেন না!