প্রেমে এই কাজগুলি করলে আসে শান্তি, সঙ্গীর মুখে আসে চওড়া হাসি
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
সম্পর্ক টিকিয়ে রাখাই শুধু কাজ নয়, বরং সম্পর্ককে আনন্দ করে উপভোগ করা একটা বড় বিষয়।
advertisement
1/5

• আপনাকে সম্পর্কে অনেক বেশি সাপোর্টিভ হতে হবে। মনে রাখতে হবে, আপনার সঙ্গী কী ভালবাসছেন, কতটা ভালবাসছেন, সবটা। আর মাঝে মাঝে সেই মতো চললে আর কোনও ঝামেলাই থাকবে না।
advertisement
2/5
• একঘেয়ে হতে দেবেন না সম্পর্ক। বরং সম্পর্কের মধ্যে মাঝে মাঝে একঘেয়েমি কাটানোর ব্যবস্থা করুন। নতুন কিছু করুন, যাতে জীবনে রোমাঞ্চ কেটে না যায়।
advertisement
3/5
• কোনও সিদ্ধান্ত নিতে বেশি সময় নেওয়া ভাল না। বুদ্ধি খোলা রাখুন। মাথা ঠাণ্ডা করে সিদ্ধান্ত নিন। কিন্ত তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন। কোনও সিদ্ধান্ত নিতে দেরি হলে, মেয়েরা খুব একটা পছন্দ করে না।
advertisement
4/5
• সারাটাজীবন এক রকমের থাকবে, তা তো নয়। বরং পরিবর্তনকে মেনে নিতে হবে। আর সেই মেনে নেওয়ার মধ্যে দিয়েই জীবনে নতুন দিশা খুঁজে পাওয়া যায়। তাই পরিবর্তনকে মেনে নিতে হবে, হাসি মুখে।
advertisement
5/5
• কাজ ভাগ করে নিন। প্রেমে একজনের দায়িত্ব থাকে, তেমন তো নয়। বরং কাজ ভাগ করে নিতে হয়। তাই একজনেরও যেন মনে না হয়, সে সম্পর্কটা টেনে নিয়ে যাচ্ছে। তাই দু’জনে সমান ভাবে কাজ ভাগ করে নিন।