advertisement
1/10

আপনার ক্রাশ কি ক্রমেই জোরালো হয়ে উঠছে? আর যত আয়ত্তের বাইরে চলে যাচ্ছে নিজের অনুভূতি ততই বুঝে উঠতে পারছেন না ক্রাশের মতি গতি? যদি এই লক্ষণগুলো দেখেন তাহলে বুঝে নিন ক্রাশ আপনাকে মোটেও পছন্দ করেন না৷ আশা ছেড়ে দিন৷
advertisement
2/10
উনি আপনার সঙ্গে কোনও ব্যক্তিগত কথা শেয়ার করেন না৷ আপনার কোনও ব্যক্তিগত বিষয়েও উৎসাহ দেখান না৷
advertisement
3/10
বেশির ভাগ সময়ই উনি খুবই ব্যস্ত থাকেন৷ আপনার জন্য সময় নেই তার৷
advertisement
4/10
উনি কখনই কোনও প্ল্যান বানান না৷ সব সময় সব প্ল্যান আপনিই করেন৷
advertisement
5/10
আপনি কিছু পোস্ট করলে উনি লাইক বা কমেন্ট কিছুই করেন না অধিকাংশ সময়৷ চোখ এড়িয়েই যায়৷
advertisement
6/10
বেশির ভাগে সময়ই অল্প কথা বলার পরই উনি উঠে চলে যান৷ বা ব্যস্ত হয়ে পড়েন৷
advertisement
7/10
আপনি যখন কিছু বলেন উনি অনেক সময়ই মন দিয়ে শোনেন না৷ মনেও রাখেন আপনি কী বললেন৷
advertisement
8/10
আপনার সামনেই উনি অন্য মহিলাদের কথা বলেন যাদের প্রতি উনি ইন্টেরেস্টেড৷
advertisement
9/10
উনি সব সময়ই আপনার সঙ্গে গ্রুপে দেখা করতে বা ঘুরতে যেতেই বেশি স্বচ্ছন্দ৷ একা নন৷
advertisement
10/10
শুধু আপনার সঙ্গে নয়, উনি সকলের সঙ্গেই বা অনেকের সঙ্গেই ফ্লার্ট করেন৷