TRENDING:

'বস বয়সে ছোট, মন চায় না, শরীর চাইছে কেন?'

Last Updated:
মৈত্রেয়ী ঘটক (নাম পরিবর্তীত) নামে ওই মহিলা লিখছেন, 'আমার স্বামীর সঙ্গে সম্পর্ক খুবই ভালো৷ স্বামী আমায় খুবই ভালোবাসে৷ আমিও৷ আমাদের একটি ছেলেও আছে৷ ক্লাস ফাইভে পড়ে৷ আমি নিজে চাকরি করি৷ আমাদের সুখের সংসার৷ কিন্তু একটি মানসিক সমস্যায় ভুগছি৷ সম্প্রতি আমার বস পরিবর্তন হয়েছে৷ নতুন এসেছেন, ট্রান্সফার হয়ে৷ ছেলেটি আমার চেয়ে বয়সে বছর ছয়ের ছোট৷ আমায় যথেষ্ট সম্মান করে৷
advertisement
1/6
'বস বয়সে ছোট, মন চায় না, শরীর চাইছে কেন?'
আসলে খানিকটা মানসিক হলেও, শারীরিক চাহিদাও অনেকটাই। মনোবিদরা বলছেন, স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও অনেক সময়ই মনের মধ্যে অন্য পুরুষ বা মহিলার সঙ্গে যৌনতার চিন্তা আসে৷ অনুতাপ বোধ হলেও, সেই চিন্তাটা খানিক ক্ষণ ঘোরাফেরা করতে থাকে মনে৷ সঙ্গী বা সঙ্গিনী থাকা সত্ত্বেও৷ এর মানেই এই নয় যে, সংশ্লিষ্ট ব্যক্তি পরকীয়ার দিকে এগোচ্ছেন৷ পুরনো প্রেমিক বা প্রেমিকা অথবা অফিসে বসের সঙ্গেও যৌন চিন্তা মনে আসে অনেক সময়৷
advertisement
2/6
সেরকমই একটি চিঠি এসেছে বহরমপুর থেকে৷ মৈত্রেয়ী ঘটক (নাম পরিবর্তীত) নামে ওই মহিলা লিখছেন, 'আমার স্বামীর সঙ্গে সম্পর্ক খুবই ভালো৷ স্বামী আমায় খুবই ভালোবাসে৷ আমিও৷ আমাদের একটি ছেলেও আছে৷ ক্লাস ফাইভে পড়ে৷ আমি নিজে চাকরি করি৷ আমাদের সুখের সংসার৷ কিন্তু একটি মানসিক সমস্যায় ভুগছি৷ সম্প্রতি আমার বস পরিবর্তন হয়েছে৷ নতুন এসেছেন, ট্রান্সফার হয়ে৷ ছেলেটি আমার চেয়ে বয়সে বছর ছয়ের ছোট৷ আমায় যথেষ্ট সম্মান করে৷
advertisement
3/6
আমিও ওকে ভাইয়ের চোখেই দেখি৷ কিন্তু মাস খানেক ধরেই আমার যৌন ইচ্ছেয় বারবার ওই ছেলেটি আসছে৷ এমনকী বেশ কয়েকদিন ওর সঙ্গে মিলনেকর স্বপ্নও দেখেছি৷ এটা কী ঠিক? আমার মানসিক বিকৃতি ঘটছে না তো? প্লিজ হেল্প করুন৷'
advertisement
4/6
কলকাতার এক নামী কাউন্সেলরের পরামর্শ, 'এটা খুবই কমন চিন্তা৷ অনেকেই এই ধরনের মানসিক চিন্তার মধ্যে পড়েন৷ আসলে মনের গভীরে কোথাও ওই ছেলেটিকে নিয়ে আপনার যৌন ক্ষিদে রয়েছে৷ যা প্রতি মুহূর্তে আপনি চাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ স্বপ্নে সাধারণ, সাব-কনসাস মাইন্ড অ্যাক্টিভ হয়ে যায়৷ যার ফলে, এই ধরনের চিন্তাগুলি ঘিরে ধরে৷
advertisement
5/6
তবে এই নিয়ে অপরাধপ্রবণতায় ভোগার কিছু নেই৷ দেখুন, সেক্স শারীরিক চাহিদা৷ ফলে মাঝেমাঝেই তা নানা ভাবে মাথাচাড়া দেয়৷ আপনি বলছেন, আপনার স্বামীর সঙ্গে সম্পর্ক খুব ভালো৷ তা হলে একদম এ সব নিয়ে চিন্তা করবেন না৷ অন্য কাউকে নিয়ে যৌন চিন্তা মানেই তো সেই ছেলেটির সঙ্গে আপনি বিছানায় যাচ্ছেন না৷ খুব যদি অস্বস্তি হয়, তা হলে সকালে একটু মেডিটেশন করুন৷ উপকার পাবেন৷
advertisement
6/6
দেখুন আপনি ছেলেটিকে চেনেন৷ ওই ছেলেটি যদি সম্পূর্ণ অচেনা হত, এবং আপনার যৌনকামনা তৈরি হত, তা হলে চিন্তার বিষয় ছিল৷ অতএব নিশ্চিন্তে থাকুন৷ কোনও ভুল করেননি৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
'বস বয়সে ছোট, মন চায় না, শরীর চাইছে কেন?'
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল