'বস বয়সে ছোট, মন চায় না, শরীর চাইছে কেন?'
Last Updated:
মৈত্রেয়ী ঘটক (নাম পরিবর্তীত) নামে ওই মহিলা লিখছেন, 'আমার স্বামীর সঙ্গে সম্পর্ক খুবই ভালো৷ স্বামী আমায় খুবই ভালোবাসে৷ আমিও৷ আমাদের একটি ছেলেও আছে৷ ক্লাস ফাইভে পড়ে৷ আমি নিজে চাকরি করি৷ আমাদের সুখের সংসার৷ কিন্তু একটি মানসিক সমস্যায় ভুগছি৷ সম্প্রতি আমার বস পরিবর্তন হয়েছে৷ নতুন এসেছেন, ট্রান্সফার হয়ে৷ ছেলেটি আমার চেয়ে বয়সে বছর ছয়ের ছোট৷ আমায় যথেষ্ট সম্মান করে৷
advertisement
1/6

আসলে খানিকটা মানসিক হলেও, শারীরিক চাহিদাও অনেকটাই। মনোবিদরা বলছেন, স্বামী বা স্ত্রী থাকা সত্ত্বেও অনেক সময়ই মনের মধ্যে অন্য পুরুষ বা মহিলার সঙ্গে যৌনতার চিন্তা আসে৷ অনুতাপ বোধ হলেও, সেই চিন্তাটা খানিক ক্ষণ ঘোরাফেরা করতে থাকে মনে৷ সঙ্গী বা সঙ্গিনী থাকা সত্ত্বেও৷ এর মানেই এই নয় যে, সংশ্লিষ্ট ব্যক্তি পরকীয়ার দিকে এগোচ্ছেন৷ পুরনো প্রেমিক বা প্রেমিকা অথবা অফিসে বসের সঙ্গেও যৌন চিন্তা মনে আসে অনেক সময়৷
advertisement
2/6
সেরকমই একটি চিঠি এসেছে বহরমপুর থেকে৷ মৈত্রেয়ী ঘটক (নাম পরিবর্তীত) নামে ওই মহিলা লিখছেন, 'আমার স্বামীর সঙ্গে সম্পর্ক খুবই ভালো৷ স্বামী আমায় খুবই ভালোবাসে৷ আমিও৷ আমাদের একটি ছেলেও আছে৷ ক্লাস ফাইভে পড়ে৷ আমি নিজে চাকরি করি৷ আমাদের সুখের সংসার৷ কিন্তু একটি মানসিক সমস্যায় ভুগছি৷ সম্প্রতি আমার বস পরিবর্তন হয়েছে৷ নতুন এসেছেন, ট্রান্সফার হয়ে৷ ছেলেটি আমার চেয়ে বয়সে বছর ছয়ের ছোট৷ আমায় যথেষ্ট সম্মান করে৷
advertisement
3/6
আমিও ওকে ভাইয়ের চোখেই দেখি৷ কিন্তু মাস খানেক ধরেই আমার যৌন ইচ্ছেয় বারবার ওই ছেলেটি আসছে৷ এমনকী বেশ কয়েকদিন ওর সঙ্গে মিলনেকর স্বপ্নও দেখেছি৷ এটা কী ঠিক? আমার মানসিক বিকৃতি ঘটছে না তো? প্লিজ হেল্প করুন৷'
advertisement
4/6
কলকাতার এক নামী কাউন্সেলরের পরামর্শ, 'এটা খুবই কমন চিন্তা৷ অনেকেই এই ধরনের মানসিক চিন্তার মধ্যে পড়েন৷ আসলে মনের গভীরে কোথাও ওই ছেলেটিকে নিয়ে আপনার যৌন ক্ষিদে রয়েছে৷ যা প্রতি মুহূর্তে আপনি চাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন৷ স্বপ্নে সাধারণ, সাব-কনসাস মাইন্ড অ্যাক্টিভ হয়ে যায়৷ যার ফলে, এই ধরনের চিন্তাগুলি ঘিরে ধরে৷
advertisement
5/6
তবে এই নিয়ে অপরাধপ্রবণতায় ভোগার কিছু নেই৷ দেখুন, সেক্স শারীরিক চাহিদা৷ ফলে মাঝেমাঝেই তা নানা ভাবে মাথাচাড়া দেয়৷ আপনি বলছেন, আপনার স্বামীর সঙ্গে সম্পর্ক খুব ভালো৷ তা হলে একদম এ সব নিয়ে চিন্তা করবেন না৷ অন্য কাউকে নিয়ে যৌন চিন্তা মানেই তো সেই ছেলেটির সঙ্গে আপনি বিছানায় যাচ্ছেন না৷ খুব যদি অস্বস্তি হয়, তা হলে সকালে একটু মেডিটেশন করুন৷ উপকার পাবেন৷
advertisement
6/6
দেখুন আপনি ছেলেটিকে চেনেন৷ ওই ছেলেটি যদি সম্পূর্ণ অচেনা হত, এবং আপনার যৌনকামনা তৈরি হত, তা হলে চিন্তার বিষয় ছিল৷ অতএব নিশ্চিন্তে থাকুন৷ কোনও ভুল করেননি৷