Relationship Secrets: ঘনিষ্ঠ মুহূর্তেও স্বামীর কাছে এই ৫ বিষয়ে মুখ খোলেন না স্ত্রীরা! ৪ নম্বরটিতেই বিরাট চমক! কারণ জানেন?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
বিশেষজ্ঞদের কথায়, স্বামীর কাছে মহিলারা প্রায় সব কথাই বলেন। কিন্তু এরপরও কিছু কথা রয়ে যায় তাঁদের মনের ভিতরেই। এই বিষয়গুলি নিয়ে তাঁরা কারও কাছে মুখ খুলতে নারাজ।
advertisement
1/11

স্বামী-স্ত্রীর সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এক সম্পর্ক। বিশ্বাস ও ভালোবাসার সঠিক ব্যালান্স এই সম্পর্কের সাফল্যের চাবিকাঠি। দাম্পত্য সম্পর্কের চরম স্বার্থকতা পারস্পরিক স্বচ্ছতায়। তাতেই দুই সঙ্গী একজন অন্যের মনের কথা বুঝতে পারেন। তবেই সম্পর্ক ঠিকমতো এগিয়ে যায়।
advertisement
2/11
তবে এরপরও কিছু রহস্য কখনওই স্বামীর কাছে ফাঁস করতে চান না মহিলারা। আর এই রহস্যই দুই দাম্পত্য সঙ্গীর জীবন ও সম্পর্কের রসায়নকে আরও মজবুত করে তোলে।
advertisement
3/11
বিশেষজ্ঞদের কথায়, স্বামীর কাছে মহিলারা প্রায় সব কথাই বলেন। কিন্তু এরপরও কিছু কথা রয়ে যায় তাঁদের মনের ভিতরেই। এই বিষয়গুলি নিয়ে তাঁরা কারও কাছে মুখ খুলতে নারাজ।
advertisement
4/11
আসলে প্রতিটি ব্য়ক্তির জীবনে সিক্রেট রয়েছে। তবে পুরুষের তুলনায় মহিলাদের জীবনে গোপনীয়তার ভার থাকে বেশি। তাঁরা এই বিষয় নিয়ে বেশি চিন্তা করেন। তাই সব কথা সচরাচর বলতে চান অন্যদের। এমনকী স্বামীর কাছ থেকেও লুকিয়ে যান কিছু তথ্য।
advertisement
5/11
আসুন জানা যাক, কোন কোন বিষয়গুলি মহিলারা কোনওমতেই স্বামীর কানে যেতে দেন না?
advertisement
6/11
১. পুরনো সম্পর্ক সকলের অতীত জীবন থাকে। তবে কারও কারও কাছে অতীত একটা অন্ধকার অধ্যায় হিসাবেও স্থান পায়। বিশেষত, কোনও প্রেমের কাহিনি যখন পূর্ণতা না পায়, তখন মহিলাদের জীবনে বড়সড় আক্ষেপ নিয়ে থেকে যায় সেই অধ্যায়। যত শীঘ্র সম্ভব তা ভুলে যেতে চান মেয়েরা। তাই তাঁরা বিয়ের পর পুরনো সম্পর্ক নিয়ে কথাবার্তা স্বামীর কাছে বলতে চান না কখনও। ভয় থাকে, স্বামী এই বিষয়টি জানলে সমস্যা হতে পারে।
advertisement
7/11
২. জমানো টাকা মহিলাদের থেকে টাকার কথা বের করা অত্যন্ত দুষ্কর কাজ। আপনি তাঁর কাছে এই বিষয়টি জিজ্ঞেস করলেও তিনি এড়িয়ে যাবেন। আসলে তাঁদের ছোটবেলা থেকেই এমন মানসিকতা থাকে। তাঁরা নিজের মাকেও এই একই কাজ করতে দেখেছেন। তাই এখন তিনি স্ত্রী হয়ে সেই কাজটিই করছেন। তাই তাঁদের মুখ থেকে এই বিষয়ে একটা কথাও বের করা যায় না।
advertisement
8/11
৩. নিজের পরিবারের কোনও সমস্যা মানুষ মাত্রই কিছু না কিছু সমস্যা থাকবে। তবে মহিলারা যতটা সম্ভব সেই সমস্যার কথা চেপে যাওয়ার চেষ্টা করেন। বিশেষত, নিজের বাপেরবাড়ির কোনও জটিল সমস্যা সহজে তাঁরা স্বামীর কাছে বলতে চান না। তাঁরা বহু চেষ্টা করেন সেই সত্যটাকে চেপে রাখার। তবে সময়ের নিয়মে সেই কথা অনেক সময় বেরিয়ে আসে।
advertisement
9/11
.৪. বান্ধবীদের মুখ বন্ধ এছাড়াও বান্ধবীদের কথা সাধারণত স্বামীর সামনে বলতে চান না। এমনকী তাঁরা কোনও সমবয়সি মহিলার কথাই স্বামীর কাছে বলতে চান না। হয়তো তাঁদের মনে সম্পর্ক নিয়ে কোনও অনিশ্চয়তা কাজ করে। তাই তাঁরা নিজের কাছের বান্ধবীদের সম্পর্কেও স্বামীর সঙ্গে কথা বলতে চান না। ঘনিষ্ঠ বন্ধুর গল্পও এড়িয়ে যান মেয়েরা স্বামীর কাছে।
advertisement
10/11
৫. কোনও বড় ভুল মহিলারা বড় কোনও ভুলের কথা স্বামীর সামনে প্রকাশ করতে চান না। হয়তো তাঁরা ভাবেন সম্পর্কের উপর এর গুরুতর প্রভাব পড়তে পারে। তাই নিজের ভুলের কথা এড়িয়ে যান। আর ভুলের আকার বড় হলে তো তাঁরা তা এই বিষয়টিকে গোপনে রেখে দেওয়ার ১০০ শতাংশ চেষ্টা করেন।
advertisement
11/11
তবে পরিশেষে বলি, এই সমস্ত বিষয় নিয়ে স্ত্রীকে প্রশ্ন না করাই কাম্য। এতে সম্পর্ক খারাপ হওয়ার আশঙ্কা প্রবল।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Relationship Secrets: ঘনিষ্ঠ মুহূর্তেও স্বামীর কাছে এই ৫ বিষয়ে মুখ খোলেন না স্ত্রীরা! ৪ নম্বরটিতেই বিরাট চমক! কারণ জানেন?