#Friendship Day: আজই জীবন থেকে ছেঁটে ফেলুন এই ১০ বিষাক্ত বন্ধুকে
Last Updated:
বন্ধু চিনতে কেটে যায় জীবনের অনেকটা সময়৷ ফ্রেন্ডশিপ ডে-তে জেনে কোন বন্ধুদের থেকে দূরে থাকবেন৷
advertisement
1/11

বন্ধু আমরা অনেককেই বলি৷ কিন্তু প্রকৃত বন্ধু কজন হয়? বন্ধু চিনতে কেটে যায় জীবনের অনেকটা সময়৷ ফ্রেন্ডশিপ ডে-তে জেনে কোন বন্ধুদের থেকে দূরে থাকবেন৷
advertisement
2/11
যে বন্ধু আপনার কোনও সমস্যার কথা শুনতে চায় না, আপনি সমস্যায় পড়লে দূরে সরে যায় তার থেকে অবশ্যই দূরে থাকুন৷
advertisement
3/11
যে বন্ধু খুব সহজেই আপনার ভুল ধরে, কিছু অপছন্দ হলেই আপনার দিকে আঙুল তোলে, আপনাকে দোষারোপ করে তার থেকে অবশ্যই দূরে থাকবেন৷
advertisement
4/11
বন্ধু মানে সে আনন্দে, দুঃখে সবসময় আপনার পাশে থাকবে৷ কিন্তু যে বন্ধু আপনার সাফল্যে খুশি হয় না সে আপনাকে হিংসে করে৷ এমন বন্ধুর থেকে দূরে থাকাই ভাল৷
advertisement
5/11
যে বন্ধু কখনই নিজে থেকে আপনার সঙ্গে যোগাযোগ করেন না. আপনাকেই সবসময় উদ্যোগ নিতে হয়? এরা কখনই আপনার সারাজীবন বন্ধু থাকতে পারে না৷ ক্লান্ত হয়ে পড়ার আগে বন্ধুত্ব থেকে সরে আসুন৷
advertisement
6/11
আপনি না চাইলেও কি বন্ধু জোর করে আপনাকে দিয়ে কিছু করিয়ে নিচ্ছে? অনিচ্ছা বা অসন্তোষ প্রকাশ করলে কি উল্টে আপনাকেই দোষ দেয়? তাহলে এই বন্ধুরা আপনার জন্য খুবই ক্ষতিকারক৷
advertisement
7/11
যেই বন্ধুদের কখনই ভরসা করতে পারেন না, আপনার কোনও কাজে আসে না তাদের থেকেও দূরে থাকুন৷
advertisement
8/11
যেই বন্ধুদের সঙ্গে সময় কিছুক্ষণ সময় কাটালেই আপনি ক্লান্ত হয়ে পড়েন, কিছুতেই বেশিক্ষণ সময় কাটাতে পারেন না তাদের থেকে দূরে থাকুন৷ মনে রাখবেন বন্ধু এমন হওয়া উচিত যার সঙ্গে সময় কাটালে সময়ের হিসেব থাকবে না৷
advertisement
9/11
বন্ধু মানে যাকে কোনও চিন্তা ছাড়াই মনের কথা খুলে বলা যায়৷ কিন্তু যেই বন্ধুদের বিশ্বাস করে গোপন কথা বলতে পারেন না তাদের থেকে দূরে থাকুন৷
advertisement
10/11
কিছু বন্ধু রয়েছে যাদের খারাপ কাজের জন্য কিছু বলতে গেলে বা নিজের খারাপ লাগা জানাতে গেলে উল্টে আপনাকেই দোষারোপ করে৷ এদের সঙ্গে আজই সম্পর্ক শেষ করুন৷ এরা খুবই নেগেটিভ মানুষ৷
advertisement
11/11
যেই বন্ধু কখনই নিজের ভুল স্বীকার করে না, নিজের কোনও কিছুই বদলাতে চায় না তাদের থেকে দূরে থাকাই ভাল৷