TRENDING:

কারা আপনাকে গোপনে হিংসা করে জানেন? ‌এই লক্ষণ দেখলেই বুঝবেন স্পষ্ট

Last Updated:
চাকরি ‌ক্ষেত্র থেকে ব্যক্তিগত জীবন, সবসময়েই চলার পথে ঈর্ষার সামনে পড়তে হয় অনেককেই।
advertisement
1/5
কারা আপনাকে গোপনে হিংসা করে জানেন? ‌এই লক্ষণ দেখলেই বুঝবেন স্পষ্ট
• প্রথমেই খেয়াল রাখতে হবে, আপনার নামে কেউ মিথ্যে গুজব রটাচ্ছে কি না। পিছনে মিথ্যে কথা অনেকেই বলেন, যাঁরা আপনার সাফল্যে ঈর্ষাকাতর। যে আপনার নামে মিথ্যে অপবাদ দিচ্ছে, তিনি আপনাকে হিংসা করেন, এটা মনে রাখবেন। (‌প্রতীকী ছবি)‌
advertisement
2/5
• আপনাকে যদি কেউ কথায় কথায় রাগ দেখায় বা অকারণে সব কিছুতে খুঁত ধরতে চেষ্টা করে, তাহলে বুঝবেন তিনিও আপনাকে হিংসা করেন। ইচ্ছা করে আপনার সবকিছুতে খুঁত ধরার চেষ্টা করা আসলে ঈর্ষার বহিঃপ্রকাশ। (‌প্রতীকী ছবি)‌
advertisement
3/5
• আপনার মতো হওয়ার চেষ্টা করছে কেউ?‌ যে পথে হেঁটে আপনি অফিসে ইনক্রিমেন্ট পেলেন, সেই একই পথে, একেবারে অনুকরণ করে কেউ সাফল্য পেতে চাইছে?‌ তাহলে বুঝবেন তিনি আপনাকে হিংসা করেন। যদি আপনার উপদেশ নিয়ে তিনি এগতে চান, তাহলে ‌সেটা ঈর্ষা নয়। লুকিয়ে আপনাকে অনুসরণ করা ঈর্ষার লক্ষণ। (‌প্রতীকী ছবি)‌
advertisement
4/5
• যেভাবে হোক আপনার ক্ষতি করার চেষ্টা করা বা আপনার বিরুদ্ধে কেউ জনমত তৈরির চেষ্টা করছে?‌ ফোন করে কান ভাঙাচ্ছে অফিসের আপনারই সহকর্মীদের?‌ বুঝবেন তিনি আপনাকে ঈর্ষা করেন। কারণ, আপনার সাফল্য তাঁর সহ্য হচ্ছে না। (‌প্রতীকী ছবি)‌
advertisement
5/5
• সবাই আপনার সাফল্যের জন্য আপনাকে বাহবা দিচ্ছে, অথচ কেউ আপনাকে সবসময় ছোট করে দেখানোর চেষ্টা করছে। প্রকাশ্যে বাহবা তো দিচ্ছেই না, বরং মুখ ঘুরিয়ে চলে যাচ্ছে। বুঝবেন, তিনি আপনাকে ঈর্ষা করেন। (‌প্রতীকী ছবি)‌
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
কারা আপনাকে গোপনে হিংসা করে জানেন? ‌এই লক্ষণ দেখলেই বুঝবেন স্পষ্ট
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল