মেয়েরা যে পাঁচটি কথা শুনলেই সবচেয়ে বেশি শিহরিত হয়, চেপে রাখতে পারে না উত্তেজনা
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
‘মহিলাদের মন বোঝা ভার’, এমনটা কথাতেই আছে। কিন্তু কিছু কথা আছে, যা বেশিরভাগ মেয়ের মনের মতো।
advertisement
1/5

• ‘তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে’, ঘনিষ্ঠ মুহূর্তে মেয়েরা এই কথাটা শুনতে চায়। তারা চায়, কাছে থেকে সঙ্গী তাদের রূপের প্রশংসা করুক। এতে মেয়েটির মন ভরে যায়, শিহরিত হয় সে।
advertisement
2/5
• ‘তোমার কথা আমি সারাদিন ভাবি’, এটা মেয়েরা শুনতে খুব ভালবাসে। সারাদিন অফিসের কাজ, অন্য সংসারের কাজের মধ্যেও তার পুরুষ সঙ্গী যদি বলে যে সারাদিন খালি তার কথাই মনে পড়ছে, তাহলেও মহিলা সঙ্গী শিহরিত ও আনন্দিত হন।
advertisement
3/5
• ‘আমি তোমার সঙ্গে সবচেয়ে সুখী’, এখন অবিবাহিত জীবনে একাধিক সম্পর্কে জড়িয়ে পড়া স্বাভাবিক। অনেক প্রেমে ধাক্কা খেয়ে হয়ত শেষ পর্যন্ত জীবন সঙ্গী খুঁজে পাওয়া যায়। সেই জীবন সঙ্গীটি যে সকলের মধ্যে সেরা, সেটা বললেন মেয়েরা ভীষণ আনন্দিত হয়। কাছে আসতে চায়।
advertisement
4/5
• ‘তোমার কাছে এলে আমি সব ভুলে যাই’, এটা হল আরেকটা কথা যা মেয়েরা শুনলে আপনাকে আরও সুখে ভরিয়ে দেবে। কারণ, সে খুশি হয় এমন একটা স্থান আপনার জীবনে পেয়ে, যেখানে আপনার সুখ সবচেয়ে বেশি। এই কথাটা মেয়েদের মন ভরিয়ে দেয়।
advertisement
5/5
• ‘তোমার মতো করে আমাকে কেউ ভালবাসেনি’, আবারও তুলনা ঠিকই, কিন্তু এই তুলনা আপনার জীবনে আপনার সঙ্গীকে শ্রেষ্ট স্থানে বসায়। সেই স্থান সে উপভোগ করে। আর এতটা ভরসার কথা শুনলে আরও ভালবাসায় ভরিয়ে দেয় আপনাকে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
মেয়েরা যে পাঁচটি কথা শুনলেই সবচেয়ে বেশি শিহরিত হয়, চেপে রাখতে পারে না উত্তেজনা