মোবাইলেই এবার যৌনসুখ ! বিশ্বজুড়ে ঝড় তোলা এইসব অ্যাপগুলো ট্রাই করেছেন?
Last Updated:
advertisement
1/5

স্বামী, স্ত্রী, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকলেও অনেকেই জীবনে একটু অন্য স্বাদ খোঁজেন! বেরিয়ে আসতে চান 'কমিটেড' সম্পর্কের একঘেয়েমি থেকে! পছন্দ করেন রহস্য- রোমাঞ্চের হাতছানি! আর সেই কারণেই বহু মানুষ দ্বারস্থ হন টিন্ডার বা বাম্বলে-র মতো ডেটিং অ্যাপ-এর। কিন্তু শুধু টিন্ডার-এ সীমাবধ্য থাকবেন কেন ? জানেন কী, এমন অনেক ডেটিং অ্যাপ রয়েছে, যা বলে বলে গোল মারবে টিন্ডারকে! রইল সেরকমই ৪-টি অ্যাপের হদিশ-- Photo Source: Collected
advertisement
2/5
ডিগ- এই অ্যাপটি সাধারণত ব্যবহার করেন কুকুর প্রেমীরা ৷ দুটো মানুষ যাঁরা কুকুরকে অসম্ভব ভালবাসেন তাঁদের কাছাকাছি আনতে সাহায্য করে এই অ্যাপ ৷ জানা গিয়েছে, প্রত্যেকের পছন্দ-অপছন্দ বিচার করে প্রত্যেকদিন পাঁচটা করে সঙ্গী বা সঙ্গিনীর সন্ধান দেয় অ্যাপটি ৷ Photo Source: Collected
advertisement
3/5
ই-হারমনি: অন্যান্য অনেক ডেটিং অ্যাপের মতো কেবল শারীরিক চাহিদা পূরণের ব্যবস্থাই করে না এই অ্যাপটি, পাশাপাশি সম্পর্কের চূড়ান্ত পরিণতি অর্থাৎ বিয়ের ব্যবস্থাও করে দেয় ৷ Photo Source: Collected
advertisement
4/5
উইঙ্গম্যান- অনেক সময়েই দেখা যায়, আপনাকে সবথেকে বেশি ভাল চেনে আপনার প্রিয় বন্ধু বা বান্ধবী ৷ এই অ্যাপের সাহায্যে নিজের প্রিয় বন্ধুকেই আপনি জীবন সঙ্গী করে তুলতে পারবেন। Photo Source: Collected
advertisement
5/5
জুকস: অনেকেই লাজুক স্বভাবের হন! কাউকে পছন্দ হলেও সরাসরি বলতে পারেন না! এই অ্যাপের মাধ্যমে সেই 'অসম্ভব' কাজটি আপনি সহজেই করে ফেলতে পারবেন! এখানে কিছু মেসেজ আগে থেকেই তৈরি করা থাকে। সেই মেসেজের মাধ্যমেই আপনি নিজের মনের ভাব প্রকাশ করতে পারবেন। Photo Source: Collected