TRENDING:

Cheating Partner: আপনাকে ঠকিয়ে পরকীয়া করছেন সঙ্গী? ৫ সহজ টিপসে হাতেনাতে ধরে ফেলুন তাঁর ফোন না ঘেঁটেই

Last Updated:
Cheating Partner: নীরবে নিভৃতে পরকীয়া চলে আসে সম্পর্কের মাঝে। অনেক সময়েই সেভাবে লক্ষণও থাকে না। পরিবর্তে রয়ে যায় সূক্ষ্ম চিহ্ন। তাঁর ফোন না ঘেঁটেই কীভাবে বুঝবেন আপনার সঙ্গী আপনাকে ঠকাচ্ছে কিনা? রইল কিছু টিপস।
advertisement
1/7
আপনাকে ঠকিয়ে পরকীয়া করছেন সঙ্গী? ৫ সহজ টিপসে হাতেনাতে ধরুন তাঁর ফোন না ঘেঁটেই
পরস্পরের প্রতি বিশ্বাস যে কোনও সম্পর্কের মূল ভিত্তি। তবে অনেক সময়েই সেই বিশ্বাস ভেঙে যায় কোনও এক পক্ষের পরকীয়ায়।
advertisement
2/7
নীরবে নিভৃতে পরকীয়া চলে আসে সম্পর্কের মাঝে। অনেক সময়েই সেভাবে লক্ষণও থাকে না। পরিবর্তে রয়ে যায় সূক্ষ্ম চিহ্ন। তাঁর ফোন না ঘেঁটেই কীভাবে বুঝবেন আপনার সঙ্গী আপনাকে ঠকাচ্ছে কিনা? রইল কিছু টিপস।
advertisement
3/7
আচমকা কোনও পরিবর্তন এসেছে সঙ্গীর দৈনিক রুটিনে? এমন কোনও সময়ে তাঁকে পাচ্ছেন না যখন তিনি আগে থাকতেন? সন্তোষজনক উত্তর না পেলে সতর্ক হোন।
advertisement
4/7
সঙ্গী কি ফোন নিয়ে খুব সতর্ক? এক মহূর্তও কাছছাড়া করেন না? হাত দিলেই চিৎকার করেন? ঘন ঘন পাসওয়ার্ড পাল্টান? তাহলে একটু ভাবুন৷ তবে দ্রুত সিদ্ধান্তে পৌঁছবেন না৷ সময় নিন৷
advertisement
5/7
যদি সঙ্গী খুব খিটখিটে হয়ে যায় বা তিতকুটে বদমেজাজি হয়ে পড়েন তাহলে সতর্ক হোন৷ স্বভাববিরুদ্ধ ভাবে ঘন ঘন অল্পেই মেজাজ হারালে তাঁর আচরণে নজর দিন৷ আবার অতিরিক্ত ভাল ব্যবহার বা অকারণে উপহার দিলেও সেটা খুবই সন্দেহজনক৷
advertisement
6/7
সঙ্গী কি দীর্ঘ দিনের পুরনো লুক ছেড়ে বেরিয়ে আসতে চাইছেন? তাহলে ভাবতে হবে৷ ঘন ঘন সালোঁতে গেলে বা জিমে অনুশীলন করতে গেলে তার পিছনে শখ ছাড়া অন্য কারণও থাকতে পারে৷
advertisement
7/7
একছাদের নীচে থাকতে থাকতে একে অন্যের অভ্যাসের খুঁটিনাটির সঙ্গে আমরা পরিচিত হয়ে যাই সহজেই৷ তাই ইনস্টিংক্টের উপর ভরসা রাখুন৷ সিক্সথ সেন্স কী বলছে তাতে গুরুত্ব দিন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Cheating Partner: আপনাকে ঠকিয়ে পরকীয়া করছেন সঙ্গী? ৫ সহজ টিপসে হাতেনাতে ধরে ফেলুন তাঁর ফোন না ঘেঁটেই
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল