Extra Marital Affair: আকর্ষণীয় জীবনসঙ্গী সত্ত্বেও কেন নারী-পুরুষের মন বাঁধা পড়ে পরকীয়ায়? জানুন কারণ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Extra Marital Affair: কেন তৈরি হয় বিয়ের বাইরের সম্পর্ক? কোন কারণে জীবনসঙ্গীরা বাইরে কারওর প্রতি বাঁধা পড়ে মন?
advertisement
1/8

বিবাহিত জীবন কণ্টকময় হয়ে ওঠে বিয়ের বাইরে সম্পর্কের জন্য ৷ পরকীয়া ঝড়ে ভেঙে পড়ে বহু সুখী দম্পতির বাসা৷ কিন্তু কেন তৈরি হয় বিয়ের বাইরের সম্পর্ক? কোন কারণে জীবনসঙ্গীরা বাইরে কারওর প্রতি বাঁধা পড়ে মন? তার পিছনে রয়েছে একাধিক কারণ৷
advertisement
2/8
অনেক সময় কুড়ির কোঠায় বয়সে বিয়ের সম্পর্কে বাঁধা পড়েন কেউ কেউ৷ এর পর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হয়তো পাল্টে যায় পছন্দের সমীকরণ৷ বিয়ে পুরনো হতে, বয়স কয়েক দশক পার হলে পরিণতমনস্কতায় হয়তো মন দুর্বল হয়ে পড়ে জীবনসঙ্গী ছাড়া অন্য কারওর প্রতি৷
advertisement
3/8
পরিবারের চাপে অনেকেই বিয়ে করতে বাধ্য হন৷ সঙ্গীর সঙ্গে কোনওদিন হয়তো সেভাবে প্রেমের সম্পর্ক তৈরিই হল না৷ কিন্তু জীবনসঙ্গীকে বয়ে নিয়ে যেতে হল বিয়ে প্রতিষ্ঠানের চাপে৷ দমবন্ধ এই পরিস্থিতিতে মন চলে যেতেই পারে অন্য কারওর প্রতি৷
advertisement
4/8
শারীরিক মিলনের পাশাপাশি বিয়ের ক্ষেত্রে বৌদ্ধিক মিলমিশেরও বড় ভূমিকা আছে৷ অনেক সময়ই দেখা গিয়েছে স্বামী বা স্ত্রীর সঙ্গে বৌদ্ধিক মিল হল না৷ সেই সাদৃশ্য হয়তো পাওয়া গেল অন্য কারওর মধ্যে৷ ফলে মনের মিল হল বিয়ের বাইরে অন্য কারওর সঙ্গে৷
advertisement
5/8
সন্তানের জন্মের পর স্বামী স্ত্রীর মধ্যে ব্যবধান দেখা দেয়৷ বেশির ভাগ সময়েই স্ত্রী ব্যস্ত হয় পড়েন সন্তানের খেয়াল রাখার জন্য৷ ফলে স্বামীর সঙ্গে স্ত্রীর দূরত্ব ক্রমশ বাড়তেই থাকে৷
advertisement
6/8
ব্যস্ততা, দ্বন্দ্ব-সহ নানা কারণে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্কে ক্রমেই দানা বাঁধতে থাকে অতৃপ্তি ও অখিদে৷ তাতেও দম্পতির মধ্যে আসতে পারে ব্যবধান৷
advertisement
7/8
মনের দিক থেকেও স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি হয়৷ সেই পরিস্থিতিতে আবেগের যে ভরসাস্থল, সেটি নষ্ট হয়ে যায়৷ সেই ভরসা বাইরের কারওর মধ্যে পেয়ে গেলে তৈরি হয় প্রেমের সম্পর্ক৷
advertisement
8/8
জীবনের মূল্যবোধ এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিতেও স্বামী স্ত্রীর মধ্যে বিস্তর ফারাক থাকে ৷ সেই ব্যবধানের সেতু কোনওদিন বিলুপ্ত হয় না ৷ এই অবস্থায় মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গির সাদৃশ্য থাকলে অন্য কারওর সঙ্গে মানসিক নৈকট্য গড়ে ওঠে৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Extra Marital Affair: আকর্ষণীয় জীবনসঙ্গী সত্ত্বেও কেন নারী-পুরুষের মন বাঁধা পড়ে পরকীয়ায়? জানুন কারণ