Raw Turmeric Health Benefits: রোজ সকালে এক টুকরো কাঁচা হলুদ দূর হবে সুগার-কোলেস্টেরলের...! জানুন বিশেষজ্ঞর মত
- Published by:Ananya Chakraborty
 - hyperlocal
 - Reported by:ANIRBAN ROY
 
Last Updated:
Raw Turmeric Benefits: আর্থারাইটিসের সমস্যা থেকে মুক্তি, শরীরে বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা, সকালে খালি পেটে খান এক দুই কুচি, হাতে হাতে মিলবে উপকার। 
advertisement
1/5

 খালি পেটে এক কোয়া কাঁচা হলুদ খাওয়ার কোবনও বিকল্প নেই। এটি শরীরের জন্য অত্যন্ত উপকারী।
advertisement
2/5
 কোলেস্টরল কমাতে, রক্ত পরিষ্কার করা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি একাধিক উপকারিতা রয়েছে এর।
advertisement
3/5
 পুষ্টিবিদ মঞ্জু ছেত্রী বলেন, 'কাঁচা হলুদে রয়েছে কারকিউমিন। যা শরীরে রোগের প্রবণতা কমায়। পাশাপাশি রক্ত চলাচল বাড়ায়।'
advertisement
4/5
 কাঁচা হলুদের মধ্যে রয়েছে জীবাণু নাশক গুণ। তাই রোজ সকালে খালিপেটে কাঁচা হলুদ খেলে ফল টের পাবেন হাতেনাতেই।
advertisement
5/5
 রোজ সকালে খালি পেটে একটুকরো কাঁচা হলুদ খেলে ফ্যাটি লিভারের সমস্যায় উপকার মিলবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Raw Turmeric Health Benefits: রোজ সকালে এক টুকরো কাঁচা হলুদ দূর হবে সুগার-কোলেস্টেরলের...! জানুন বিশেষজ্ঞর মত