Ratanti Kalipuja 2024 Date Time & Rituals: আজ রটন্তী কালীপুজোয় সংসারের মঙ্গলকামনায় বিবাহিতারা নিবেদন করুন এই ২টি বিশেষ জিনিস! জানুন শুভ তিথি কত ক্ষণ আছে
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Ratanti Kalipuja 2024 Date Time & Rituals: মাঘমাসের চতুর্দশী তিথিতে আজ, বৃহস্পতিবার রটন্তী কালীপুজো৷ প্রতি বছর এই তিথিতেই রটন্তীকালী পূজিতা হন৷
advertisement
1/7

মাঘমাসের চতুর্দশী তিথিতে আজ, বৃহস্পতিবার রটন্তী কালীপুজো৷ প্রতি বছর এই তিথিতেই রটন্তীকালী পূজিতা হন৷
advertisement
2/7
দৃকসিদ্ধান্ত পঞ্জিকা মতে এ বছর রটন্তী কালীপুজোর জন্য চতুর্দশী তিথি শুরু হবে সকাল ১১.১৮ মিনিটে। অন্য পঞ্জিকা অনুযায়ী চতুর্দশী তিথি শুরু হচ্ছে সকাল ৯.২১ থেকে।
advertisement
3/7
প্রচলিত বিশ্বাস, এই পুজো পালন করলে মানসম্মান অক্ষত থাকে। হৃত সম্মান ফিরে পাওয়া যায়। সে উদ্দেশ্য নিয়ে পুজো করবেন, সেই অভিলাষ পূর্ণ হয়।
advertisement
4/7
মৌনী অমাবস্যা শুরুর আগে পর্যন্ত রটন্তী কালীপুজো করতে হয়। এই পুজোয় দেবীর উদ্দেশে নিবেদন করুন লাল ফুল, যেমন পদ্ম বা গোলাপ।
advertisement
5/7
সঙ্গে দিন লাল রঙের যে কোনও ফল। আপেল, বেদানার মতো লাল ফল অর্ঘ্য দিতে পারেন দেবীকে।
advertisement
6/7
বিবাহিতা মহিলারা রটন্তী দেবীকে নিবেদন করুন সিঁদুর ও আলতা। আপনার সংসারের মঙ্গল হবে।
advertisement
7/7
রটন্তী কালীপুজোর পর দিন মৌনী অমাবস্যা খুব গুরুত্বপূর্ণ। এই তিথিতে দিনভর মৌন না থাকলেও চেষ্টা করুন মৌন থেকে দান করতে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Ratanti Kalipuja 2024 Date Time & Rituals: আজ রটন্তী কালীপুজোয় সংসারের মঙ্গলকামনায় বিবাহিতারা নিবেদন করুন এই ২টি বিশেষ জিনিস! জানুন শুভ তিথি কত ক্ষণ আছে