TRENDING:

Rang Panchami 2024: আসছে রং পঞ্চমীর পুণ্যতিথি, কী করলে সংসারে শান্তি আসবে, দূর হবে আর্থিক কষ্ট, জানুন

Last Updated:
Rang Panchami 2024: রঙ পঞ্চমীতে শিবলিঙ্গতে দিন জলের সঙ্গে তিল ও গুড়।শনি ও মঙ্গল গ্রহ শান্ত হবে।কিছু জায়গায় হোলির ৫ দিন পরে রংপঞ্চমীর উৎসবও উৎসাহের সঙ্গে পালিত হয়। মধ্যপ্রদেশের ইন্দোর শহরে, বিশেষ করে রংপঞ্চমীতে বিশেষ আয়োজন করা হয়।
advertisement
1/4
আসছে রং পঞ্চমীর পুণ্যতিথি, এই কাজে সংসারে শান্তি আসবে, দূর হবে অনটন, জানুন
রঙ পঞ্চমীতে শিবলিঙ্গতে দিন জলের সঙ্গে তিল ও গুড়। শনি ও মঙ্গল গ্রহ শান্ত হবে।জানালেন জ‍্যোতিষী বিশ্বজিৎ চক্রবর্তী। ( প্রতিবেদন: অনন্যা দে)
advertisement
2/4
কিছু জায়গায় হোলির ৫ দিন পরে রংপঞ্চমীর উৎসবও উৎসাহের সঙ্গে পালিত হয়। মধ্যপ্রদেশের ইন্দোর শহরে, বিশেষ করে রংপঞ্চমীতে বিশেষ আয়োজন করা হয়।
advertisement
3/4
জ‍্যোতিষী বিশ্বজিৎ চক্রবর্তী জানান,"রঙ পঞ্চমীতে আবীর দেওয়া উচিত ইষ্ট দেবতাকে।পাশাপাশি কুন্ডলিতে শনি ও মঙ্গলের অবস্থান খারাপ হলে শিবলিঙ্গে জল অর্পণ করতে হবে।"
advertisement
4/4
এই বছর রঙপঞ্চমী ২০২৪ সালের ৩০ মার্চ পালিত হবে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি ২৯ মার্চ ২০২৪ রাত ০৮ টা ২০ মিনিটে শুরু হবে এবং ৩০ মার্চ ২০২৪-এ পঞ্চমী তিথি শেষ হবে রাত ৯ টা ১৩ মিনিটে। এই অবস্থায় উদয় তিথি অনুযায়ী ৩০ মার্চ রঙপঞ্চমী উদযাপন করা উপযুক্ত হবে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Rang Panchami 2024: আসছে রং পঞ্চমীর পুণ্যতিথি, কী করলে সংসারে শান্তি আসবে, দূর হবে আর্থিক কষ্ট, জানুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল