TRENDING:

Raksha Bandhan 2023: সস্তায় 'Unique' উপহার, রাখি স্পেশ্যালে বোনকে দিতে পারেন এই গিফটগুলি

Last Updated:
Raksha Bandhan 2023: এই বছর রাখি উৎসব পালিত হবে ৩০ অগাস্ট ও ৩১ অগাস্ট ২০২৩, তাই তার আগে প্রস্তুতি নেওয়া শুরু করেছে ভাই-বোনরা।
advertisement
1/8
সস্তায় 'Unique' উপহার, রাখি স্পেশ্যালে বোনকে দিতে পারেন এই গিফটগুলি
কয়েকদিন পর রাখিবন্ধন উৎসব। রাখি উৎসব ভাই-বোনদের একটি অন্যতম উত্সব যা সম্পর্ক অটুট রাখে।
advertisement
2/8
রাখি বন্ধন শুধু কোনও অনুষ্ঠানই নয়, বহু যুগ ধরে ভাইয়ের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে তাঁদের হাতে রাখি পরিয়ে দেয় বোনেরা। পরিবর্তে বোনের সুরক্ষার দায়িত্বও নেয় ভাইয়েরা।
advertisement
3/8
এই বছর রাখি উৎসব পালিত হবে ৩০ অগাস্ট ও ৩১ অগাস্ট ২০২৩, তাই তার আগে প্রস্তুতি নেওয়া শুরু করেছে ভাই-বোনরা। তাই, সল্প বাজেটে আপনার বোনের জন্য কী কী উপহার দিতে পারেন তা দেখে নিন-
advertisement
4/8
১- আপনার বাজেট যদি ৫০০ টাকা হয়, তাহলে আপনি বোনকে প্রসাধনী উপহার দিতে পারেন। ভাল ব্র্যান্ডের আইলাইনার, কাজল ও লিপস্টিক সহজেই চলে আসবে এই বাজেটে।
advertisement
5/8
২- আপনি একই বাজেটের মধ‍্যে অনলাইনে থেকে কুর্তি বা টপ দিতে পারেন যা প্রতিদিন ব‍্যবহার করতে পারবে।
advertisement
6/8
৩- আজকাল সল্প দামে অক্সিডাইজড গয়না পাওয়া যায়। যা বর্তমান যুগের মেয়েরা পরতে ভালবালেন। তাই, আপনার বোন বা দিদিকে তা ও উপহার দিতে পারেন।
advertisement
7/8
৪- আপনি একটি ফটো ফ্রেম উপহার দিতে পারেন। সঙ্গে একটি পুরানো ছবি, যা আপনাদের একসঙ্গে কাটানো সময়ের কথা মনে করিয়ে দেবে।
advertisement
8/8
৫- আপনি ব্যাগও দিতে পারেন। অনলাইন থেকে একটি ভাল ব্র্যান্ডের ওয়ালেট বা হ্যান্ডব্যাগও উপহার দিতে পারেন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Raksha Bandhan 2023: সস্তায় 'Unique' উপহার, রাখি স্পেশ্যালে বোনকে দিতে পারেন এই গিফটগুলি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল