Radish Side Effects: বিশেষ বিশেষ এই রোগে মুলো ও মুলোর শাক খেলেই সর্বনাশ! সুস্থ থাকতে জানুন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Radish Side Effects: বছরভর পাওয়া গেলেও শীতের মুলোর স্বাদই আলাদা
advertisement
1/9

শীতকালে নানা রকমের শাক সব্জিতে ভরে থাকে বাজার। শীতের সব্জির মধ্যে অন্যতম মুলো। বছরভর পাওয়া গেলেও শীতের মুলোর স্বাদই আলাদা।
advertisement
2/9
মুলোতে কার্বস বা শর্করার পরিমাণ খুবই কম। ক্যালরিও সামান্য। গ্লাইসেমিক ইনডেক্স কম। ফলে মধুমেহ রোগীদের জন্য আদর্শ সব্জি।
advertisement
3/9
মুলোতে থাকা ক্যালসিয়াম, ভিটামিন সি, ভিটামিন বি-৬, ফোলেট পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম শরীরের জন্য উপকারী।
advertisement
4/9
লিভারের অসুখ ও হৃদরোগ কমাতেও মুলো উপকারী। তবে এত উপকারিতা সত্ত্বেও মুলোর বেশ কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। বলছেন চিকিৎসক অনুজা বোধারে৷
advertisement
5/9
যদি কারওর লো ব্লাড প্রেশার থাকে, তাহলে মুলো ও মুলোর শাক না খাওয়াই ভাল৷ যদি একান্তই খেতে হয়, দিনে একটার বেশি মুলো খাবেন না৷
advertisement
6/9
শীতে অতিরিক্ত মুলো খেলে জলশূন্যতার সমস্যা দেখা দিতে পারে৷ শরীরে ফ্লুইড কমিয়ে দেয় মুলো৷ কারণ মুলো খেলে প্রস্রাবের হার বেড়ে যায়৷
advertisement
7/9
মুলো বেশি খেলে পাকস্থলীর সমস্যাও দেখা দিতে পারে৷
advertisement
8/9
অন্তঃসত্ত্বা বা সদ্য মা হয়েছেন যাঁরা, তাঁরা মুলো খাওয়া থেকে দূরেই থাকুন৷ কারণ ভাল করে না ধোওয়া অপরিষ্কার মুলো থেকে সালমোনেলা ও ই কোলি সংক্রমণ হতে পারে৷ জ্বর ও ডিহাইড্রেশনজনিত সমস্যা হতে পারে৷
advertisement
9/9
মুলো খেতে পিত্তরস বেড়ে যায় শরীরে৷ তাই কিডনি ও গলস্টোনের সমস্যা যাঁদের আছে, তাঁদেরও এই সব্জি ডায়েটে রাখা ক্ষতিকর৷ কোনও অস্ত্রোপচারের আগেও মুলো খাওয়া থেকে বিরত থাকুন৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Radish Side Effects: বিশেষ বিশেষ এই রোগে মুলো ও মুলোর শাক খেলেই সর্বনাশ! সুস্থ থাকতে জানুন