Sugar: রোজ চিনি খেলে শরীরে কী হয়? ৯৯% মানুষেরই সঠিক ধারণা নেই, চিকিৎসকের বক্তব্যে আঁতকে উঠবেন
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
Sugar: শরীর সুস্থ রাখতে বিষাক্ত চিনি খাওয়া বন্ধ করুন আজই, শরীরের নব্বই থেকে ৯৯% রোগ জন্মায়, এই চিনির কারণে...
advertisement
1/7

*মিষ্টি তো বটেই, ঝালে-ঝোলে অম্বলে চিনি খাচ্ছেন? সকালে চায়ের কাপ থেকে শুরু করে বেলায় সরবত, তারপর তরি-তরকারি চাটনি পায়েসে চিনি। প্রতিবেদনঃ রাকেশ মাইতি। ফাইল ছবি।
advertisement
2/7

*আজকাল চিনির ব্যবহার অত্যধিক বেড়েছে। বাঙালির রান্না ঘরে অতি প্রয়োজনীয় এই উপকরণ। সামান্য চিনির ব্যবহার রান্নার স্বাদ বদলে দিতে পারে। সেই দিক থেকে রান্নায় চিনির ব্যবহার বেড়েই চলেছে। ফাইল ছবি।
advertisement
3/7
*ভোজনরসিক বাঙালির দুপুর কিংবা রাতে শেষ পাতে একটু মিষ্টি না হলে ঠিক জমে না ভুড়িভোজ। বহু মিষ্টি প্রেমিক রয়েছেন রয়েছেন যাদের দু- একখানা মিষ্টিতে খান্ত হয়না। যদিও কারও মিষ্টিতে অনীহা, কিন্তু নতুন প্রজন্মের তো হাতে হাতে সফট ড্রিঙ্কস আজকালের ছেলে মেয়েদের প্যাশন এটা। ফাইল ছবি।
advertisement
4/7
*সফট ড্রিঙ্কসে রয়েছে প্রচুর পরিমাণে চিনি। জানেন কি, এ ভাবেই শরীরে ঢুকছে কাঁড়ি কাঁড়ি বিষ। তাই ডাক্তারের মতে, অতি ব্যবহৃত চিনি ' হোয়াইট পয়জন' বা 'সাদা বিষ' নামে পরিচিত। ফাইল ছবি।
advertisement
5/7
*প্রতিদিন নানা খাবারের সঙ্গে মিশে থাকা চিনি প্রবেশ করছে আমাদের শরীরে। ফলে শরীরে ৯০-৯৯ শতাংশ অসুখ সৃষ্টি করে। জানেন কি, এই চিনি জীবননাশের মত অসুখ জোটাতে পারে। নিয়মিত চিনি খাবার ফলে নানা রোগের আখড়া হয়ে উঠছে আমাদের শরীর। ফাইল ছবি।
advertisement
6/7
*এ প্রসঙ্গে ডায়েটেশিয়ান জাকির মল্লিক জানান, লাইফ স্টাইল থেকে চিনি সরিয়ে দিতে পারলে প্রায় ৯৯% রোগ থেকে মুক্তি পাওয়া যেতে পারে। চিনির বদলে ব্যবহার করা যেতে পারে গুড় অথবা মধু। ফাইল ছবি।
advertisement
7/7
*তিনি আরও জানান, চিনির সেভাবে উপকারিতা নেই। চিনির ফলে অস্বাভাবিক ওজন বৃদ্ধি ফ্যাটি লিভারের মত বহু সমস্যা দেখা দিতে পারে। একইভাবে সফট ড্রিঙ্কস দারুন ক্ষতি করে শরীরে। ফাইল ছবি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Sugar: রোজ চিনি খেলে শরীরে কী হয়? ৯৯% মানুষেরই সঠিক ধারণা নেই, চিকিৎসকের বক্তব্যে আঁতকে উঠবেন