TRENDING:

জবা গাছে ফুল আসে না? ১৫ দিন অন্তর এই 'কালো' জিনিস দিন গোড়ায়...! ফুল রাখার জায়গা পাবেন না!

Last Updated:
Hibiscus Gardening Tips: জবা গাছে শুধু পাতাই হচ্ছে, কিন্তু ফুল নয়? প্রতি ১৫ দিন অন্তর ব্যবহার করুন এই 'কালো সার'—দ্রুত ফল মিলবে! বাড়ির রান্নাঘরেই তৈরি করুন রঙিন ফুলের বাগান, প্রশংসা কুড়োবে পুরো পাড়ার!
advertisement
1/9
জবা গাছে ফুল আসে না? ১৫ দিন অন্তর এই 'কালো' জিনিস দিন গোড়ায়...! ফুল রাখার জায়গা পাবেন না!
প্রায় প্রতিটি বাড়িতেই একটা করে জবা গাছ দেখা যায়। অনেকেই অভিযোগ করেন, গাছে পাতার তো কমতি নেই, কিন্তু ফুল কিছুতেই ফুটছে না। এমন পরিস্থিতিতে আপনি চাইলে প্রতি ১৫ দিন অন্তর একটা সহজ উপায় অবলম্বন করতে পারেন।
advertisement
2/9
আপনার বাগানে যদি রঙিন ফুলের সুবাস ছড়িয়ে দিতে চান, তাহলে জবা গাছ অবশ্যই লাগান। এর রঙিন পাপড়ি আর ঘন সবুজ পাতা কোনও স্থানকেই জীবন্ত করে তোলে। অনেকেই নার্সারি থেকে কিনে আনেন, তবে আপনি চাইলে এটি সহজেই বাড়িতেও লাগাতে পারেন।
advertisement
3/9
জেলা উদ্যানপালন আধিকারিক ড. পুনীত কুমার পাঠক জানাচ্ছেন, জবা গাছ লাগানোর সময় যদি কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখেন, তাহলে খুব অল্প সময়েই গাছে ঝাঁকে ঝাঁকে সুন্দর ফুল ফোটা শুরু করবে।
advertisement
4/9
আপনি চাইলে নার্সারি থেকে প্রস্তুত গাছ কিনে আনতে পারেন, অথবা চারা কলমের মাধ্যমে বাড়িতেই নতুন গাছ তৈরি করতে পারেন। জবা বহু রঙে পাওয়া যায়, তাই নিজের পছন্দমতো রঙ বেছে নেওয়াও সহজ। তবে লক্ষ্য রাখবেন, যে গাছই বেছে নেবেন তা যেন সুস্থ এবং সবল হয়, তাহলে ঘরোয়া পরিবেশেও সেটি ফুলে ফলে ভরে উঠবে।
advertisement
5/9
যদি টবে লাগাতে চান, তাহলে বড় টব ব্যবহার করুন যাতে গাছের শিকড় ভালোভাবে বিকশিত হতে পারে। এক ভাগ উর্বর মাটি, এক ভাগ ভার্মিকম্পোস্ট (কালো সার), আর এক ভাগ বালি ভালো করে মিশিয়ে সেই মাটি টবে দিন। তারপর গাছটি বসিয়ে চারপাশ দিয়ে হাতে চাপ দিয়ে মাটি বসিয়ে দিন এবং একটা মগ দিয়ে জল দিন।
advertisement
6/9
জবা গাছের ভালো বৃদ্ধির জন্য নিয়মিত জলসেচ অত্যন্ত জরুরি। প্রতিদিন একবার করে জল দিন। এছাড়া টবটি এমন স্থানে রাখুন যেখানে প্রতিদিন পর্যাপ্ত সূর্যালোক পায়। এতে গাছ দ্রুত বাড়বে এবং ফুল ফুটতেও বেশি সময় লাগবে না।
advertisement
7/9
যদি দেখেন গাছের বৃদ্ধি মন্থর, তাহলে প্রতি ১৫ দিন অন্তর একমুঠো ভার্মিকম্পোস্ট দিন। সার দেওয়ার আগে গাছের গোড়ার আশেপাশে সামান্য মাটি খুঁড়ে তাতে সার দিন, তারপর হালকা জলসেচ করুন।
advertisement
8/9
প্রতি ১৫ দিন অন্তর এই 'কালো সার' দিলেই গাছের বৃদ্ধি দ্রুত হবে এবং ৬ মাসের মধ্যেই গাছে ফুল ফোটা শুরু করবে। ভার্মিকম্পোস্টে এমন ১৬টি ক্ষুদ্র পুষ্টি উপাদান থাকে যা গাছের বৃদ্ধি ও ফুল ফোটার জন্য অপরিহার্য।
advertisement
9/9
আপনার জবা গাছ যদি এখনও ফুল না দিয়ে শুধু পাতা দিচ্ছে, তাহলে প্রতি ১৫ দিন অন্তর ভার্মিকম্পোস্ট দেওয়া শুরু করুন। খুব শীঘ্রই চারদিক রঙিন ফুলে ভরে উঠবে – এমনকি পাশের বাড়ির লোকেরাও প্রশংসা না করে পারবে না!
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
জবা গাছে ফুল আসে না? ১৫ দিন অন্তর এই 'কালো' জিনিস দিন গোড়ায়...! ফুল রাখার জায়গা পাবেন না!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল