TRENDING:

Puja Fashion 2023: এক রাতেই উধাও হবে ব্রণ! ঘরোয়া টোটকার জাদুতে পুজোয় পাবেন চকচকে ত্বক

Last Updated:
Puja Fashion 2023: পুজোয় আপনার সেজেগুজে যাওয়ার কথা কিন্তু আপনি সকালে উঠে দেখলেন ডান গালে একটি ব্রণ। এই ক্রিম, সেই লোশন একেবারেই কাজ হয় না তা নয়। তবে, আবার ব্রণ ফিরে আসে দু-দিনে।
advertisement
1/6
এক রাতেই উধাও হবে ব্রণ! ঘরোয়া টোটকার জাদুতে পুজোয় পাবেন চকচকে ত্বক
পুজোয় আপনার সেজেগুজে যাওয়ার কথা কিন্তু আপনি সকালে উঠে দেখলেন ডান গালে একটি ব্রণ। এই ক্রিম, সেই লোশন একেবারেই কাজ হয় না তা নয়। তবে, আবার ব্রণ ফিরে আসে দু-দিনে।
advertisement
2/6
অনেক সময় কিছু সাধারণ পদ্ধতি মেনে চললে পিম্পল বা ব্রণ কমে যায়। বেশি করে জল পান করলে, ডায়েট মানলে এবং অবশ্যই জাঙ্ক খাবার এড়িয়ে চললে ব্রণ এমনিতেই কমে যায়। তবে সেটা রাতারাতি হুড়মুড় করে হবে না। সময় লাগবে।
advertisement
3/6
কিন্তু যদি আপনার এত ধৈর্য না থাকে, তা হলে এই চটজলদি টোটকাগুলো ট্রাই করে দেখুন। এক রাত্তিরেই আপনার ব্রণ ছু' মন্তর হবেই।
advertisement
4/6
প্রথমে সব চেয়ে সস্তা পদ্ধতি হচ্ছে ফ্রিজে থাকা বরফ কিউব একটা নরম কাপড়ে মুড়ে ওই বরফের টুকরো পিম্পলের উপরে আলতো করে চেপে ধরুন। এতে ব্রন ভিতর থেকে শুকিয়ে যাবে। কুড়ি সেকেন্ড মতো রাখবেন। দিনে দু'বার এটা করা যায়।
advertisement
5/6
মধু যে এক লহমায় ব্রণও সারিয়ে দিতে পারে, সেটা জানেন কি? মধুর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ ব্রন সারিয়ে তুলবে। রাত্রে এক দু’ফোঁটা লাগিয়ে দিন ব্রনতে, সকালে উঠে ধুয়ে ফেলুন।
advertisement
6/6
এত কিছু যখন বললাম, সব মুশকিল আসান অ্যালোভেরা বাদ যায় কেন? অ্যালোভেরা গাছ থেকে নির্যাস বের করে ব্রনতে লাগান। কেনা জেল এড়িয়ে চলাই ভাল, এতে রাসায়নিক থাকতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Puja Fashion 2023: এক রাতেই উধাও হবে ব্রণ! ঘরোয়া টোটকার জাদুতে পুজোয় পাবেন চকচকে ত্বক
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল