Prostate Cancer: খুব সাধারণ এই লক্ষণই কিন্তু 'প্রোস্টেট' ক্যানসারের সাবধানবাণী! বয়স মানছে না, পুরুষরা সচেতন হন...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
নয়াদিল্লির সফদরজং হাসপাতালের মেডিক্যাল অনকোলজি বিভাগের প্রধান ডা. কৌশল কালরা জানান, ৫০ বছরের বেশি বয়সী পুরুষদের ঘন ঘন প্রস্রাব পাওয়া কিন্তু প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে।
advertisement
1/7

বিশ্বব্যাপী লক্ষ লক্ষ পুরুষ আক্রান্ত হচ্ছেন প্রোস্টেট ক্যানসারে। প্রোস্টেট ক্যানসার শুরু হয় প্রোস্টেট গ্রন্থিতে, যা পুরুষ লিঙ্গের অন্যতম সহায়ক গ্রন্থি যা মূত্রাশয়ের ঠিক নীচে এবং মলদ্বারের সামনে অবস্থিত।
advertisement
2/7
প্রোস্টেট ক্যানসারের সবথেকে বড় ভয় হল প্রথম স্টেজে এটি ধরা পড়ে না। যখন ধরা পড়ে তখন অনেকটা দেরি হয়ে যায়।
advertisement
3/7
তবে কিছু লক্ষণ দেখলে আগের থেকে সাবধান হওয়া উচিত। যেমন- ঘন ঘন প্রস্রাব, প্রস্রাব শুরু বা বন্ধ করতে না পারা, প্রস্রাবের সময় ব্যথা, প্রস্রাবে জ্বালাপোড়া , বীর্যে রক্ত, পিঠ, নিতম্বের ব্যথা।
advertisement
4/7
প্রস্রাব করার সময় চাপ দেওয়া বা দীর্ঘ সময় ধরে মূত্রত্যাগ করা বা মূত্রত্যাগের গতি কমে যাওয়া এর আরেক লক্ষণ।
advertisement
5/7
৫০ বছরের বেশি বয়সী পুরুষদের প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ঝুঁকিও বাড়তে থাকে। এর একাধিক লক্ষণ দেখা যায়। সময় মতো প্রোস্টেট ক্যানসারের চিকিৎসা শুরু না করলে শরীরের অন্য অংশেও ছড়িয়ে পড়তে পারে।
advertisement
6/7
নয়াদিল্লির সফদরজং হাসপাতালের মেডিক্যাল অনকোলজি বিভাগের প্রধান ডা. কৌশল কালরা জানান, ৫০ বছরের বেশি বয়সী পুরুষদের ঘন ঘন প্রস্রাব পাওয়া কিন্তু প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে।
advertisement
7/7
PSA রক্ত পরীক্ষা অথবা ডিজিটাল রেক্টাল পরীক্ষা (DRE)-এর মতো পরীক্ষাগুলি মাত্র কয়েক মিনিট সময় নেয়। ঠিক যেমন মহিলাদের স্তন বা জরায়ুমুখের ক্যানসারের স্ক্রিনিং করার জন্য উৎসাহিত করা হয়, পুরুষদের ক্ষেত্রেও নিয়মিত চেক-আপের প্রয়োজন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Prostate Cancer: খুব সাধারণ এই লক্ষণই কিন্তু 'প্রোস্টেট' ক্যানসারের সাবধানবাণী! বয়স মানছে না, পুরুষরা সচেতন হন...