TRENDING:

Prostate Cancer Diagnosis: রক্ত পরীক্ষা নয়, এবার বাড়িতেই থুতু পরীক্ষায় ধরা পড়বে প্রস্টেট ক্যানসার, মারণ রোগের চিকিৎসায় নয়া আলো

Last Updated:
ভারতে পুরুষেরা সবথেকে বেশি আক্রান্ত হন ফুসফুসের ক্যানসারে। এর পরেই রয়েছে প্রস্টেট ক্যানসার
advertisement
1/5
রক্ত পরীক্ষা নয়, এবার বাড়িতেই থুতু পরীক্ষায় ধরা পড়বে প্রস্টেট ক্যানসার,গবেষণায় নতুন আলো
বাড়িতে বসেই পরীক্ষা করা যাবে, শরীরে মারণ রোগ ক্যানসার থানা বসিয়েছে কী না। এবার মুখ থেকে নেওয়া থুতু বা লালা পরীক্ষা করেই প্রস্টেট ক্যানসার নির্ভুল ভাবে শনাক্ত করা যাবে। এটি প্রচলিত রক্তপরীক্ষার তুলনায় অনেক বেশি কার্যকর, এমনটাই দাবিলন্ডনের ইনস্টিটিউট অফ ক্যানসার রিসার্চের গবেষকদের।
advertisement
2/5
ব্রিটেন সরকারের স্বাস্থ্য মন্ত্রক ও ইনস্টিটিউট অফ ক্যানসার রিসার্চের যৌথ উদ্যোগে প্রস্টেট ক্যানসারের চিকিৎসায় নতুন আলোর দিশা পেলেন বিজ্ঞানীরা। পরীক্ষায় অংশ নিয়েছিলেন প্রায় ১২ হাজার মানুষ, তাঁদের বয়স ৫৫ থেকে ৬৯ বছরের মধ্যে। ওই বয়সেই প্রস্টেট ক্যানসারের ঝুঁকি সবচেয়ে বেশি। গবেষকেরা জানিয়েছেন, প্রত্যেকের থুতু-লালার নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে অন্তত ১৩০ জনের ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
advertisement
3/5
ভারতে পুরুষেরা সবথেকে বেশি আক্রান্ত হন ফুসফুসের ক্যানসারে। এর পরেই রয়েছে প্রস্টেট ক্যানসার। ‘নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন’-এ এই গবেষণার ফল প্রকাশিত হয়েছে। গবেষকেরা জানিয়েছেন, ঠিক যে জিনটির মিউটেশনের কারণে প্রস্টেট ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে, সেই জিনটি রক্তপরীক্ষায় দ্রুত ধরা পড়ে না। তার জন্য আলাদা করে ডিএনএ অ্যানালিসিস করতে হয়। কিন্তু থুতু বা লালার নমুনা পরীক্ষা করলে সেই জিনটি চিহ্নিত করা যায়।
advertisement
4/5
গবেষকরা একটি পলিজেনিক রিস্ক স্কোর (PRS) হিসাব করেছিলেন, যা ডিএনএ-তে থাকা ১৩০টি ছোট পরিবর্তনের উপর ভিত্তি করে তৈরি। এই পরিবর্তনগুলো প্রস্টেট ক্যানসারের সঙ্গে যুক্ত।এই স্কোরটি তৈরি করা হয়েছিল লক্ষ লক্ষ পুরুষের ডিএনএ বিশ্লেষণ করে।
advertisement
5/5
গবেষণায় দেখা যায়, পরীক্ষায় অংশগ্রহণকারীদের প্রায় ১০% পুরুষের মধ্যে জেনেটিক ঝুঁকি সবচেয়ে বেশি। তাঁদের আরও স্ক্রিনিং পরীক্ষার জন্য ডাকা হয়। ৪৬৮ জন উচ্চ জেনেটিক ঝুঁকিসম্পন্ন পুরুষের মধ্যে ১৮৭ জন ( ৪০%)-এর এমআরআই ও বায়োপসি করার পর প্রস্টেট ক্যানসার ধরা পড়ে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Prostate Cancer Diagnosis: রক্ত পরীক্ষা নয়, এবার বাড়িতেই থুতু পরীক্ষায় ধরা পড়বে প্রস্টেট ক্যানসার, মারণ রোগের চিকিৎসায় নয়া আলো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল