TRENDING:

কুকার 'সিটি' দিচ্ছে না...? ভসভস করে বেরিয়ে আসছে চাল-ডাল-জল? ৫ টাকায় 'সামলে' নিন সমস্যা!

Last Updated:
Pressure Cooker: বর্তমানে চাল, ডাল এবং মাংস থেকে মায় আলু রান্না এবং সেদ্ধ করার জন্য কুকার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কিন্তু, যে কুকার আমাদের রান্নাঘরে কাজ কমাতে সাহায্য করে, তা কখনও কখনও এমন বেগড়বাই করে যা রীতিমতো আমাদের মাথাব্যথার কারণ হয়ে ওঠে।
advertisement
1/9
কুকার 'সিটি' দিচ্ছে না...? ভসভস করে বেরিয়ে আসছে চাল-ডাল-জল? ৫ টাকায় 'সামলে' নিন সমস্যা!
প্রেশার কুকার হল রান্নাঘরের সেই জরুরি জিনিস যেটি না থাকলে চোখে সর্ষেফুল দেখেন গিন্নিরা। আজকের দ্রুতগতির যুগে, প্রেসার কুকার নিঃসন্দেহে প্রতিটি রান্নাঘরের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে।
advertisement
2/9
বর্তমানে চাল, ডাল এবং মাংস থেকে মায় আলু রান্না এবং সেদ্ধ করার জন্য কুকার ব্যাপকভাবে ব্যবহৃত হয়। কিন্তু, যে কুকার আমাদের রান্নাঘরে কাজ কমাতে সাহায্য করে, তা কখনও কখনও এমন বেগড়বাই করে যা রীতিমতো আমাদের মাথাব্যথার কারণ হয়ে ওঠে।
advertisement
3/9
যে সমস্যাটি প্রায়ই কুকারে দেখা যায়, সেটি হল প্রেশার কুকারে কিছুতেই সিটি আসে না। আজ এই প্রতিবেদনে জেনে নিতে পারেন কিছু সহজ উপায় যা ম্যাজিকের মতো এই সমস্যার সমাধান করতে পারে।
advertisement
4/9
রান্নার এই গুরুত্বপূর্ণ গ্যাজেট রান্নাঘরের অন্যতম জরুরি জিনিস। কিন্তু এটি যখন সমস্যা সৃষ্টি করে তখনই দেখা যায় সিটি না এলেও খাবার দাবার বেরিয়ে আসতে থাকছে হুইসেল থেকে। অথচ কিছুতেই সিটি বাজছে না কুকার।
advertisement
5/9
প্রায় প্রতিটি রান্নাঘরেই কিন্তু কখনও না কখনও এই সমস্যার মুখে পড়তে হয় মানুষকে। তবে এই সমস্যা সমাধানের জন্য খুব বেশি টাকা খরচ করার দরকার নেই। জানলে অবাক হবেন যে এর জন্য মাত্র ৫ টাকা খরচ করলেই যথেষ্ট। শুনেই আঁতকে উঠছেন?
advertisement
6/9
এর জন্য প্রথমে আপনাকে কুকারের সিটির আংটির মতো অংশটি বের করে ফেলতে হবে। যদি আপনি এটি বের করেন, তাহলে এর ভিতরে আপনি দুটি ছোট বল্টু দেখতে পাবেন।
advertisement
7/9
আপনার কাছাকাছির কোনও দোকান থেকেই কিন্তু এই বোল্টটি কিনতে পারেন। দাম পড়বে মাত্র ৫ টাকা।
advertisement
8/9
কুকার থেকে জল ও খাবার বেরিয়ে আসবে না : চটপট আপনার কুকারের এই বল্টুটি নতুন বল্টু দিয়ে বদলে ফেলুন। সিটিও দারুণ ভাবে কাজ করবে। এছাড়াও, কুকার থেকে জল-খাবার দাবার বের হয়ে আসার সম্ভাবনাও আর থাকবে না, গ্যারান্টি।
advertisement
9/9
শর্তত্যাগ: শুধুমাত্র আপনাদের সচেতনতার উদ্দেশ্যেই এই প্রতিবেদনটি লেখা হয়েছে। আমরা এই লেখায় সাধারণ জ্ঞান ও দৈনন্দিন জীবনের কিছু সাধারণ তথ্য শেয়ার করেছি মাত্র। আপনি যদি কোথাও আপনার স্বাস্থ্য, জীবন ও বিজ্ঞানের যোগ সম্পর্কিত কিছু পড়েন তবে তা গ্রহণ করার আগে অবশ্যই একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
কুকার 'সিটি' দিচ্ছে না...? ভসভস করে বেরিয়ে আসছে চাল-ডাল-জল? ৫ টাকায় 'সামলে' নিন সমস্যা!
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল