TRENDING:

অকালপক্কতা, চুলপড়া, নিমেষেই দূর করবে এই ৪ ঘরোয়া পদ্ধতিতে

Last Updated:
advertisement
1/5
অকালপক্কতা, চুলপড়া, নিমেষেই দূর করবে এই ৪ ঘরোয়া পদ্ধতিতে
অনিয়মিত খাওয়া দাওয়া, অসংলগ্ন জীবন যাপন, সময়ের ইঁদুর দৌড়ে যেন কোনও ভাবেই শরীরের দিকে নজর দেওয়ার আর সময় পর্যন্ত নেই ৷ এই অনিয়মিত জীবন যাপনই অনেকাংশেই চুলের অকালপক্কতার জন্য দায়ী ৷ অসময়ে সাদা চুল হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে চুলে রং করার প্রবণতা একটা ধারাবাহিকতায় পরিণত হয়েছে ৷ যার ফলে চুলের গোড়া আলগা হতে থাকে ৷ অনেকেরই চুলের এই কৃত্রিম রং সহ্য হয়না ৷ চুলে খুশকি দেখা দেয়, এছাড়াও চুলের গোড়ায় চুলকানি ফলেও ঝড়তে থাকে চুল ৷ এইগুলি কোনও সমস্যা নয় সমস্যার উপসর্গ মাত্র ৷ এই সমস্যার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রইল কিছু ঘরোয়া সমাধান সূত্র ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
2/5
অ্যালোয়বেরা : চুলের যে কোনও সমস্যায় মন্ত্রের মত কাজ করে থাকে অ্যালোয়বেরা ৷ চুলের অকাল পক্কতা রোধ করে চুলকে রেশ্মি ও মোলায়িম করে তোলে ৷ চুলপড়া রোধ করে ৷ চুল ঘন কালো করে তোলে ৷ অ্যালোয়বেরা জেলের সঙ্গে লেবু মিশিয়ে চুলের গোড়ায় হাল্কা করে মালিশ করলে কিছুদিনের মধ্যেই পল পাবেন ৷ অকালপক্কতা ও অকালে চুল ঝড়ে যাওয়া আটকায় ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
3/5
আমলকি : চুলের গোড়া মজবুত করতে আমলকির অনেক কাজে আসে ৷ আমলকি খেলে বা আমলকির রস মাথায় লাগালে চুল কালো হয়ে থাকে ৷ শুদুই খাদ্য তালিকায় আমলকি রাখলেই হবে না, মেহেন্দির সঙ্গে মিশিয়ে চুলের মালিশ করলেও ফল পাওয়া যাবে ৷ এছাড়াও আমলকি ছোট ছোট টুকরো করে নারকেলের সঙ্গে মিশিয়ে ঈষৎ উষ্ণ গরম করে তা সম্পূর্ণ ঠান্ডা হলে চুলে লাগান দেখবেন ফল পাবেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
4/5
গোলমরিচ : চুলের অকালপক্কতা ও চুলপড়া থেকে রক্ষা রক্ষা করতে পারে গোলমরিচ ৷ গোলমরিচ জলে ফুটিয়ে সেই জল ঠান্ডা করে ৷ শ্যাম্পু দিয়ে স্নান করে চুল সম্পূর্ণ ভাবে চুল ধুয়ে নিন ৷ দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া চালিয়ে গেলে চুলের অকাল পক্কতা ও চুল ঝড়ার মত সমস্যা থেকে একেবারে মুক্ত পাবেন ৷ ছবি সংগৃহীত ৷
advertisement
5/5
চা বা কফির প্রতি অনুরাগ নেই এমন মানুষ নেই বললেই চলে ৷ আপনিও যদি অকালপক্কতার শিকার হয়ে থাকেন তাহলে কফি ব্যবহর করতে পারেন ৷ এর ফলে দ্রুততার সঙ্গে চুলের অকালপক্কতাও দূর করে ৷ সপ্তাহে তিনদিন এই পদ্ধতিতেই চুলের অকালপক্কতা ও চুলপড়ার সমস্যা দূর করবে ৷ ছবি সংগৃহীত ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
অকালপক্কতা, চুলপড়া, নিমেষেই দূর করবে এই ৪ ঘরোয়া পদ্ধতিতে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল