Potato Benefits: গরম তেল থেকে ফোসকা পড়েছে? রান্নায় নুন বেশি হয়েছে? সব মুশকিল দূর করবে এক টুকরো আলু
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:ANIRBAN ROY
Last Updated:
Potato Benefits: এক টুকরো আলু আপনার জীবনের হাজার সমস্যার সমাধান করতে পারে মুহূর্তে! জানুন বিশেষজ্ঞর মত
advertisement
1/5

রান্না করার সময় ভুল করে দুবার নুন দিয়ে ফেলেছেন? কিংবা নুনের আন্দাজ বুঝতে না পেরে নুন দিয়ে ফেলেছেন তরকারিতে? তাহলে ঝটপট একটা আলু কেটে ধুয়ে তরকারিতে দিয়ে দিন। মিনিট ১৫-২০ রাখলেই হবে। তারপর আলুটা তুলে নেবেন। আলু তরকারি থেকে অতিরিক্ত নুন শুষে নেবে।
advertisement
2/5
এক্সপার্ট রিয়া দত্ত বলেন,অনেক সময়ই রান্না করতে গিয়ে ছ্যাঁকা লেগে যায়, কিংবা গরম তেল ছিটকে এসে ফোসকা পড়ে যায়। এসব ক্ষেত্রেও আলু ভীষণ সাহায্য করে। আলু সেদ্ধ করে সেটা রস শুদ্ধ পোড়া জায়গায় লাগান। উপকার পাবেন।
advertisement
3/5
রান্না করতে গিয়ে তরকারিতে বেশি জল দিয়ে ফেলেছেন? কুছ পরোয়া নেহি, আলু সেদ্ধ করে সেটা চটকে তরকারিতে দিতে দিন। গ্রেভি ঘন হয়ে যাবে।
advertisement
4/5
কোনও জিনিসে জং ধরে গিয়েছে? কী করে তুলবেন ভাবছেন? একটা বাটিতে নুন, ডিটারজেন্ট এবং বেকিং সোডা নিন, মিশিয়ে নিয়ে এই মিশ্রণটা একটা আলুর টুকরোয় লাগিয়ে জং ধরা জায়গায় ঘষুন। এরপর জল দিয়ে ধুয়ে ফেললে হবে।
advertisement
5/5
খাবার খেতে গিয়ে হামেশাই বাচ্চারা জামায় তরকারি ফেলে, কিংবা রান্না করতে গিয়েও কাপড়ে তরকারি পড়তে পারে এক্ষেত্রেও আলু আপনার সহায়ক হতে পারে। আলু থেঁতো করে অথবা কুচিয়ে এক বাটি জলে ভিজিয়ে রাখুন। ঘণ্টাখানেক পর আলুগুলো তুলে সেই একই জলে জামায় যেখানে দাগ লেগেছে সেই জায়গা চুবিয়ে দিন। কিছুক্ষণ রেখে তুলে নিন। তারপর ঘষে দাগ তুলে দিন।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Potato Benefits: গরম তেল থেকে ফোসকা পড়েছে? রান্নায় নুন বেশি হয়েছে? সব মুশকিল দূর করবে এক টুকরো আলু