TRENDING:

Winter Pimple & Acne: শীতের শুষ্ক ত্বকেও ব্রণ, অ্যাকনের জন্য জেরবার? রান্নাঘরের এই উপকরণই বাঁচাবে আপনাকে! পালাবে সব সমস্যা

Last Updated:
Winter Pimple & Acne: অনেকের আবার শীতেও ব্রণ ও অ্যাকনের সমস্যা দেখা দেয়৷ বিশেষ করে চিবুকে এবং জ’ লাইন জুড়ে ব্রণ হয়
advertisement
1/9
শীতের শুষ্ক ত্বকেও ব্রণ, অ্যাকনের জন্য জেরবার? রান্নাঘরের এই উপকরণই বাঁচাবে
শীতকালে ত্বকের শুষ্কতায় জেরবার হননি, এমন মানুষ কমই আছেন৷ অনেকের আবার শীতেও ব্রণ ও অ্যাকনের সমস্যা দেখা দেয়৷ বিশেষ করে চিবুকে এবং জ’ লাইন জুড়ে ব্রণ দেখা দেয়৷
advertisement
2/9
রান্নাঘরের এক উপকরণেই শীতকালীন ব্রণ ও অন্যান্য সমস্যা থেকে রেহাই পেতে পারেন৷ সেই উপকরণ হল অ্যাপল সিডার ভিনিগার৷ স্বাস্থ্যগুণে ভরা এই ভিনিগার শারীরিক সুস্থতার পাশাপাশি ত্বকের যত্নেও অতুলনীয়৷
advertisement
3/9
রান্নাঘরের এক উপকরণেই শীতকালীন ব্রণ ও অন্যান্য সমস্যা থেকে রেহাই পেতে পারেন৷ সেই উপকরণ হল অ্যাপল সিডার ভিনিগার৷ স্বাস্থ্যগুণে ভরা এই ভিনিগার শারীরিক সুস্থতার পাশাপাশি ত্বকের যত্নেও অতুলনীয়৷
advertisement
4/9
আপেলের রস মজিয়ে তৈরি করা হয় এই ভিনিগার৷ অ্যাসেটিক অ্যাসিড, উৎসেচক ও অন্যান্য উপকারী যৌগে ঠাসা এই ভিনিগার অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট বৈশিষ্ট্যে সমৃদ্ধ৷
advertisement
5/9
ত্বকের সুস্থতার মূল কথা হল পিএইচ ব্যালান্স বা অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করা৷ কাঁচা অবস্থায় এই ভিনিগার অ্যাসিডিক৷ ত্বকের পিএইচ ব্যালান্স বজায় রাখে৷ ফলে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে স্বাস্থ্যোজ্জ্বল ত্বক বজায় রাখে৷
advertisement
6/9
অ্যাপল সিডার ভিনিগারের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য অ্যাকনে ও দাগ দূর করে৷ ত্বক বিশেষজ্ঞ নিকিতা তোশির মতে, ঠিকমতো ব্যবহার করলে ইনফ্লেম্যাশন কমিয়ে, ত্বকের ছিদ্রমুখ খুলে জৌলুস ধরে রাখে৷
advertisement
7/9
ত্বকের মৃতকোষ ঝরিয়ে উজ্জ্বল বর্ণ ধরে রাখে৷ ডার্কস্পটস হাল্কা করে স্কিনটোন বজায় রাখে৷ অ্যাসেটিক অ্যাসিডের গুণে এই ভিনিগার অ্যান্টি ইনফ্লেম্যাটরি বৈশিষ্ট্যে ভরপুর৷ ত্বকের জ্বালাভাব ও লালচে সংক্রমণ কমিয়ে দেয় ডিল্যুটেড ভিনিগার সল্যুশন৷
advertisement
8/9
ত্বকের আর্দ্রতা ধরে রাখে অ্যাপল সিডার ভিনিগার৷ এর অ্যাস্ট্রিজেন্ট কাজ করে প্রাকৃতিক টোনার হিসেবে৷ ত্বকের টানটান ভাব ধরে রাখে৷ ওপেন পোরস-এর সমস্যা কমে৷
advertisement
9/9
ডিটক্সিফাইং পানীয়, স্মুদি বুস্টার, হার্বাল টি ইনফিউশন, ফ্রুট স্যালাড ড্রেসিং, পোস্ট ওয়ার্ক আউট হাইড্রেশন হিসেবে ডায়েটে রাখুন অ্যাপল সিডার ভিনিগার৷ টোনার, ফেসিয়াল মাস্ক, অ্যাকনে স্পট ট্রিটমেন্ট হিসেবে রূপচর্চায় রাখুন এই উপকরণ৷
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Winter Pimple & Acne: শীতের শুষ্ক ত্বকেও ব্রণ, অ্যাকনের জন্য জেরবার? রান্নাঘরের এই উপকরণই বাঁচাবে আপনাকে! পালাবে সব সমস্যা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল