Picnic Spot near Kolkata: ‘সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো!’ গানের লাইন খুঁজে পাবেন একটু অন্যরকম পিকনিক স্পটে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Picnic Spot near Kolkata: বছর শেষের ছুটির আদর্শ ঠিকানা হোক ফলতা, ঘুরে আসুন আপনিও
advertisement
1/6

বছরশেষের ছুটির দিনগুলিতে গন্তব্য হোক ফলতা পিকনিক স্পট। এখানে রয়েছে হুগলি নদীর বিস্তীর্ণ খোলা চর। যেখানে আপনি সময় কাটাতে পারবেন দীর্ঘক্ষণ।
advertisement
2/6
ট্রেনে করে গেলে ডায়মন্ড হারবারে স্টেশনে নেমে একঘন্টার রাস্তায় যাবেন আপনি। অন্যদিকে গাড়ি নিয়েও যেতে পারেন। কলকাতা থেকে মাত্র ৫০ কিমি দূরে অবস্থিত ফলতা।
advertisement
3/6
ব্রিটিশ সাম্রাজ্য, নবাবি ইতিহাস, ওলন্দাজ কলোনির মতো বর্ণময় অতীত ছাড়াও ফলতার গঙ্গাতীরে রয়েছে মনোরম প্রাকৃতিক সৌন্দর্য। যা আপনাকে কাছে টানতে বাধ্য।
advertisement
4/6
ফলতায় সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে ভিড় করেন অনেকেই। লং ড্রাইভে পরিবারকে নিয়ে ছোট্ট উইকেন্ড ট্যুরে করতে ফলতায় আসতেই পারেন আপনি।
advertisement
5/6
গঙ্গাতীরের সৌন্দর্য তো বটেই, ঘুরে আসতে পারেন পুরনো বন্দর, ডাচ কলোনি, প্রখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্র বোসের বাড়ি, রায়চক ফোর্ট ছাড়াও আরও অন্যান্য জায়গায়।
advertisement
6/6
তাহলে আর অপেক্ষা কিসের এবার বছরশেষের ছুটির দিনগুলিতে গন্তব্য হোক ফলতা পিকনিক স্পট। এখানে সারাদিন পরিবার নিয়ে পিকনিকেও মেতে থাকতে পারেন আপনি।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Picnic Spot near Kolkata: ‘সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো!’ গানের লাইন খুঁজে পাবেন একটু অন্যরকম পিকনিক স্পটে