TRENDING:

Personality Traits: মুখ গোল না লম্বাটে? চেহারা রোগা না মোটা? শরীরের গরণ দেখেই বুঝে নিন উলটোদিকের মানুষটা কেমন, কীভাবে? পড়ুন

Last Updated:
হবু জীবনসঙ্গী হোক কিংবা প্রেমিক, বা আফিসের সহকর্মী... আগে থেকেই বুঝে নিন আপনার পাশের বা উলটোদিকের মানুষটা কেমন। কীভাবে? শরীরের গরণ দেখে! জেনে নিন পদ্ধতি--
advertisement
1/8
মুখ গোল না লম্বাটে? চেহারা রোগা না মোটা? শরীরের গরণ দেখেই বুঝে নিন উলটোদিকের মানুষটা কেমন
হবু জীবনসঙ্গী হোক কিংবা প্রেমিক, বা আফিসের সহকর্মী... আগে থেকেই বুঝে নিন আপনার পাশের বা উলটোদিকের মানুষটা কেমন। কীভাবে? শরীরের গরণ দেখে! জেনে নিন পদ্ধতি--
advertisement
2/8
গোল মুখের মানুষেরা খুব ভাল বন্ধু হয়। সরল স্বভাবের, সহজেই এদের বোকা বানানো যায়।
advertisement
3/8
লম্বাটে মুখের মানুষ রসিক স্বভাবের হয় না। সব ব্যাপারে খুঁত খোঁজেন।
advertisement
4/8
চৌকো মুখের মানুষেরা অসম্ভব বুদ্ধিমান ও দৃঢ়চেতা হন।
advertisement
5/8
স্বাস্থ্যবান, মোটাসোটা, গোলগাল মানুষেরা সাধারণত শান্ত ও রসিক প্রকৃতির হয়, বেশি খুঁতখুঁতে হয় না। সহজে বন্ধুত্ব পাতাতে পারে।
advertisement
6/8
রোগা ও হালকা চেহারার মানুষেরা চেষ্টা করেন বুদ্ধি বা কথার দ্বারা কাজ উদ্ধার করতে। এদের অনুভূতি খুব প্রবল হয়।
advertisement
7/8
শক্ত সমর্থ কিন্তু খাটো চেহারার মানুষেরা যোদ্ধা প্রবৃত্তির হয়। নিজের অধিকার ও অস্তিত্ব সম্পর্কে ওয়াকিবহল। আঁতে ঘা লাগলে এঁরা হিংস্র হয়ে ওঠে।
advertisement
8/8
স্লিম ফিগার ও খাটো গরণের মানুষদের পলায়ন প্রবৃত্তি থাকে। সমস্যা দেখলে বন্ধুত্ব ও সম্পর্ক ছেড়ে এাঁরা পালাতে পারে।
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Personality Traits: মুখ গোল না লম্বাটে? চেহারা রোগা না মোটা? শরীরের গরণ দেখেই বুঝে নিন উলটোদিকের মানুষটা কেমন, কীভাবে? পড়ুন
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল