TRENDING:

Personality Test: আপনার পায়ের পাতার গড়ন কেমন? এর মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিত্বের রহস্য, জেনে নিন বিশদে

Last Updated:
The shape of your toes can reveal your hidden traits: কোনও ব্যক্তির পায়ের পাতার গঠন তাঁর ব্যক্তিত্বের ইঙ্গিত দেয়। আসলে পায়ের পাতার দৈর্ঘ্য এবং ব্যক্তিত্বের মধ্যে এক গভীর যোগ রয়েছে। এই সংক্রান্ত কিছু চমকপ্রদ তথ্যও রয়েছে।
advertisement
1/6
আপনার পায়ের পাতার গড়ন কেমন? এর মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিত্বের রহস্য, জানুন
অনেকেই হয়তো জানবেন যে, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গের গঠন আমাদের ব্যক্তিত্বকে প্রকাশ করতে পারে। ঠিক সেরকম ভাবে কোনও ব্যক্তির পায়ের পাতার গঠন তাঁর ব্যক্তিত্বের ইঙ্গিত দেয়। আসলে পায়ের পাতার দৈর্ঘ্য এবং ব্যক্তিত্বের মধ্যে এক গভীর যোগ রয়েছে। এই সংক্রান্ত কিছু চমকপ্রদ তথ্যও রয়েছে। Representational Image
advertisement
2/6
বলা ভাল, পায়ের পাতার গঠন থেকেই কোনও ব্যক্তির ব্যক্তিত্ব, আইকিউ, দক্ষতা, সম্ভাব্য চাকরির পথ, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি এবং ক্রীড়াগত ক্ষমতা - এই সমস্ত কিছুরই আঁচ পাওয়া যায়। মাত্র তিন মিনিটেরও কম সময়ে জনপ্রিয় টোজ পার্সোন্যালিটি টেস্টে কোনও ব্যক্তির ব্যক্তিত্বের বৈশিষ্ট্য প্রকাশ পাওয়া সম্ভব। আর এটা বুঝতে পায়ের পাতার গড়ন দেখতে হবে। যাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। যথা - ওয়ারিয়র টোজ, স্ট্রেচড টোজ এবং ওয়াইড-সেট টোজ। Representational Image
advertisement
3/6
ওয়াইড-সেট টোজ: অনেক সময় এটাকে ট্র্যাভেলার্স ফুট বলেও ডাকা হয়। আর এটা প্রাণোচ্ছল এবং সাহসী মনোভাবের প্রতীক। এঁদের রয়েছে কাজের নীতি অন্যন্ত কঠোর। কেরিয়ারে সাফল্য পাওয়ার ইচ্ছা থাকে প্রবল। চ্যালেঞ্জ থেকে পিছপা হন না এঁরা। যে কোনও কাজ শেষ করতে ভালবাসেন। ভ্রমণ, ইভেন্ট, আইন প্রণয়ন, সেনাবাহিনী ইত্যাদি ক্ষেত্রে দারুণ কেরিয়ারের সুযোগ থাকে তাঁদের। সব মিলিয়ে এঁরা সাধারণত রোমাঞ্চপ্রেমী হয়ে থাকেন। সমস্ত কিছু অনুসন্ধান উপভোগ করেন তাঁরা। সব সময় সাধারণত সক্রিয় থাকেন। Representational Image
advertisement
4/6
স্ট্রেচড টো: এমনটা যাঁদের থাকে, তাঁরা সাধারণত গোপনীয়তা রক্ষা করতে পছন্দ করেন। বুদ্ধিদীপ্ত আলাপচারিতা, স্বাধীনতা এবং গোপনীয়তা এঁদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ। এই ধরনের গুণগুলি এঁদের কেরিয়ারে শক্তিশালী এবং স্বাবলম্বী করে তোলে। তাঁরা সাধারণত নিজেদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনকে আলাদা রাখতে পছন্দ করেন। এমন অবস্থান এঁরা পছন্দ করেন, যা তাঁদের স্বাধীন ভাবে কাজ করার অনুমতি দেয়। কেরিয়ারের ক্ষেত্রে যুক্তিতর্ক, বিশ্লেষণ অথবা গবেষণাই এঁদের জন্য আদর্শ। ব্যক্তিগত সময় এবং স্পেস এঁদের বেশি পছন্দ। Representational Image
advertisement
5/6
ওয়ারিয়র টোজ: যাঁদের সাধারণত দীর্ঘ এবং বড় আকারের পায়ের পাতা, তাঁরাই ওয়ারিয়র টোজ-এর অধিকারী হন। এঁদের ব্যক্তিত্বে একটা গতিশীলতা রয়েছে। নেটওয়ার্কিং এবং টিম ওরিয়েন্টেড কাজে এঁদের জুড়ি মেলা ভার। যেসব অবস্থানে সামাজিক যোগাযোগ অথবা নেতৃত্ব প্রদানের প্রয়োজন, সেই সব পদই এঁদের জন্য আদর্শ। রাজনীতি, পাবলিক রিলেশনস অথবা মার্কেটিংয়ের জগতে এঁরা ঔজ্জ্বল্য ছড়িয়ে দিতে পারেন। সব মিলিয়ে যে কোনও পার্টিতেই মধ্যমণি হন এঁরা। কারণ সকলকে এক করে রাখার ক্ষমতা এঁদের মধ্যে রয়েছে। Representational Image
advertisement
6/6
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Personality Test: আপনার পায়ের পাতার গড়ন কেমন? এর মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিত্বের রহস্য, জেনে নিন বিশদে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল