TRENDING:

Personality Analysis: কানের ভিতর কি গুচ্ছ গুচ্ছ লোম রয়েছে? এটা কি আদতে ইঙ্গিতবাহী? কী বলছে এর পিছনে থাকা বিজ্ঞান? জেনে নিন বিশদে

Last Updated:
সামুদ্রিক শাস্ত্র হল একটি প্রাচীন বিজ্ঞান। এই শাস্ত্রে দেহের প্রত্যেকটি অঙ্গকে সমান ভাবে গুরুত্ব দেওয়া হয়। এটা শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। এর পাশাপাশি কোনও ব্যক্তির শারীরিক গঠন, চালচলন, গায়ের রঙ, অঙ্গভঙ্গি এবং অন্যান্য সূক্ষ্ম বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সেই মানুষটির ব্যক্তিত্ব বোঝার একটি শিল্পও বটে এটি!
advertisement
1/7
কানের ভিতর কি গুচ্ছ গুচ্ছ লোম রয়েছে? এটা কি আদতে ইঙ্গিতবাহী? কী বলছে এর পিছনে থাকা বিজ্ঞান
সামুদ্রিক শাস্ত্র হল একটি প্রাচীন বিজ্ঞান। এই শাস্ত্রে দেহের প্রত্যেকটি অঙ্গকে সমান ভাবে গুরুত্ব দেওয়া হয়। এটা শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়। এর পাশাপাশি কোনও ব্যক্তির শারীরিক গঠন, চালচলন, গায়ের রঙ, অঙ্গভঙ্গি এবং অন্যান্য সূক্ষ্ম বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সেই মানুষটির ব্যক্তিত্ব বোঝার একটি শিল্পও বটে এটি! এছাড়া এর মাধ্যমে ওই ব্যক্তির স্বভাব-আচরণ, ভাগ্য এবং ভবিষ্যৎ সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা সম্ভব। (Representational Image)
advertisement
2/7
দেহের গঠনের গুরুত্ব: একজন ব্যক্তির মুখ, চোখ, কপাল, নাক, কান, ঠোঁট, হাত ও পায়ের মতো অঙ্গের গড়ন এবং শারীরিক গঠন ও গায়ের রঙয়ের উপরে ভিত্তি করে একাধিক বিষয় বোঝা সম্ভব। আজ আমরা একটা বিশেষ বিষয় জেনে নেব। আর সেটা হল কানের মধ্যে থাকা চুল বা লোম। এটা কি সাধারণ একটা শারীরিক গঠন না কি এর পিছনে কোনও গভীর অর্থ রয়েছে? কিংবা এটা কি কোনও শুভ ইঙ্গিত না কি কোনও সাবধানবাণী? সমস্ত কিছুই বিশদে আলোচনা করছেন জ্যোতিষী অশোক পণ্ডিত। (Representational Image)
advertisement
3/7
কানের মধ্যে থাকা চুল কী ইঙ্গিত করে? এমনিতে মানুষ সাধারণ ভাবে কানের মধ্যে থাকা চুল বা লোমকে সাধারণ শারীরবৃত্তীয় প্রক্রিয়া বলে গণ্য করে। কিন্তু সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী, এটা শুধুই দেহের একটা অংশ নয়। সেই সঙ্গে এটা কোনও মানুষের জীবনের এক গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হতে পারে। আবার এটা শুধুই স্বাস্থ্য বিষয়ক নয়, বরং তা কোনও মানুষের জীবনের চিন্তাধারা এবং আচরণের গোপন তথ্যেরও ইঙ্গিত দেয়। (Representational Image)
advertisement
4/7
বেশি আয়ু এবং সুস্বাস্থ্য: সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী, যদি কোনও ব্যক্তির কানে লম্বা এবং ঘন চুল বা লোম থাকে, তাহলে সেটাকে শুভ বলে গণ্য করা হবে। এই ধরনের মানুষেরা সাধারণ দীর্ঘায়ুর আশীর্বাদ পান। এমনকী সাধারণ মানুষের তুলনায় তাঁরা বেশি সুস্বাস্থ্যের অধিকারী হয়ে থাকেন। এর পাশাপাশি এই ধরনের মানুষদের ধৈর্য, সহ্য এবং মানসিক ভারসাম্য বজায় থাকে। আর তাঁদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশ ভাল হয়। আর কার্যকর ভাবে তাঁরা কঠিন পরিস্থিতির মোকাবিলাও করতে পারেন। (Representational Image)
advertisement
5/7
শান্ত প্রকৃতির গভীর চিন্তাশীল: এই ধরনের মানুষেরা সাধারণত শান্ত প্রকৃতির এবং চিন্তাশীল প্রকৃতির হয়ে থাকেন। সাধারণত তাড়াহুড়ো করে তাঁরা কোনও সিদ্ধান্ত গ্রহণ করেন না। ভেবেচিন্তেই তাঁরা সমস্ত কাজ করেন। তাঁদের চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গি সাধারণ মানুষদের তুলনায় আলাদা হয়। তাঁদের মধ্যে আত্মবিশ্বাস থাকে তুঙ্গে। ফলে অন্যদের দারুণ পরামর্শ দেওয়ারও ক্ষমতা রাখেন। (Representational Image)
advertisement
6/7
আধ্যাত্মিক এবং গোপন স্বভাব: সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী, যাঁদের কানে চুল থাকে, তাঁদের মধ্যে সাধারণত আধ্যাত্মিকতা, গোপন জ্ঞান এবং দর্শনবোধের প্রতি গভীর ঝোঁক দেখা দেয়। সাধারণত একাকী থাকতেই ভালবাসেন এবং আত্মদর্শনের উপর বিশ্বাস রাখেন। তাঁদের জীবনে গোপনীয়তা ঠাঁই পায়। ফলে সব কিছু তাঁরা সকলের সঙ্গে ভাগ করে নেন। তাঁদের অন্তর্দৃষ্টির শক্তিও অত্যন্ত শক্তিশালী। অন্যদের মনে কী চলছে, সেটা অনায়াসে যেন পড়ে ফেলতে পারেন এঁরা। (Representational Image)
advertisement
7/7
(Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
বাংলা খবর/ছবি/লাইফস্টাইল/
Personality Analysis: কানের ভিতর কি গুচ্ছ গুচ্ছ লোম রয়েছে? এটা কি আদতে ইঙ্গিতবাহী? কী বলছে এর পিছনে থাকা বিজ্ঞান? জেনে নিন বিশদে
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল